মিতা নন্দী ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের রামকৃষ্ণ মিশন পরিচালিত একলব্য আবাসিক বিদ্যালয়ের আদিবাসী ছাত্রছাত্রীরা মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে। তারা অনেকেই প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ নম্বর পেয়েছে। এদের মধ্যে সবাই লোধা, শবর, ভূমিজ ও সাঁওতাল সম্প্রদায়ের আদিবাসী ছাত্রছাত্রী। ছেলেদের মধ্যে ২৬ জন ও মেয়েদের মধ্যে ২৫ জন এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তারা সবাই সফল হয়েছে। ঝাড়গ্রাম শহরের সত্যবানপল্লি এলাকায় এই বিদ্যালয়টি রয়েছে। একসময় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের অধীনে থাকা
আরও পড়ুন-দিঘার গতি আর সৌন্দর্য মেলাবে মেরিন ড্রাইভ
এই বিদ্যালয়ের সঙ্কট অবস্থা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিদ্যালয়ের পরিচালনার ভার রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেন। স্কুলের দায়িত্বে থাকা স্বামী অলোকেশ মহারাজ বলেন, ছেলেদের থেকে মেয়েদের ফল অনেক ভাল। প্রধান শিক্ষক অক্ষয় কুমার মাহাত জানান, ৪ জন ছাত্র ও ১৩ জন ছাত্রী মিলিয়ে মোট ১৩ জন প্রথম বিভাগে, দ্বিতীয় বিভাগে ৩০ জন এবং তৃতীয় বিভাগে ৪ জন পাশ করেছে। ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৫৫৮ পেয়ে প্রথম হয়েছে সাঁওতাল সম্প্রদায়ের রিমিল মুর্মু। সে প্রায় ৭৯.৭১ শতাংশ নম্বর পেয়েছে। মেয়েদের মধ্যে ফুলমণি টুডু সর্বোচ্চ ৫৩৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে। সেও প্রায় ৭৬.৪৩ শতাংশ নম্বর সংগ্রহ করেছে। অলোকেশ মহারাজ বলেন, এদের অনেককেই বুঝিয়ে ধরে এনে পড়িয়েছি।