ম্যাঞ্চেস্টার, ৩১ অক্টোবর : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে নিজের দ্বিতীয় ইনিংসকে ‘বিপর্যয়’ বলেই মনে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর! প্রসঙ্গত, মেসি ও রোনাল্ডোর ফুটবল দ্বৈরথ নিয়ে লেখা হয়েছে একটি বই। যার নাম—‘ওয়ান রাইভালরি, টু গোটস, অ্যান্ড দ্য এরা দ্যাট রিমেড দ্য ওয়ার্ল্ডস গেম’। যা নভেম্বর মাসেই প্রকাশিত হবে। আর এই বইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে নিজের দ্বিতীয় অধ্যায় নিয়ে মুখ খুলেছেন রোনাল্ডো। শুধু তাই নয়, সিআর সেভেনের গোটা কেরিয়ারের নানা বিতর্কিত ঘটনা উঠে এসেছে এই বইয়ের পাতায় পাতায়।
আরও পড়ুন-সামনে হিমাচল, সতর্ক অভিমন্যুরা
৩৭ বছর বয়সি রোনাল্ডো জানিয়েছেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরা তাঁর কেরিয়ারের একটা বিপর্যয়। তাঁর মনে হচ্ছে, ১৩ বছর আগে তিনি ক্লাবকে যে অবস্থায় রেখে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন, সেই অবস্থার কোনও ইতিবাচক উন্নতি হয়নি। বিশেষ করে, ট্রেনিং গ্রাউন্ডের উন্নতিতে এই দীর্ঘ সময়ে ম্যান ইউ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপই নেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন রোনাল্ডো। একই সঙ্গে সিআর সেভেনের দাবি, ফিটনেস নিয়ে বর্তমান ম্যান ইউ দলের অধিকাংশ ফুটবলারই উদাসীন।
আরও পড়ুন-সিএবি এজিএম ঋদ্ধি-সুদীপকে ফেরানোর বার্তা
ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় ইনিংসের শুরুর বছরটা দারুণ খেলেছিলেন রোনাল্ডো। দল সাফল্য না পেলেও, তিনি নিজে ২৪টি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছিলেন। কিন্তু চলতি বছরে ডাচ কোচ এরিক টেন হ্যাগ দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই রোনাল্ডোর কঠিন সময়ের শুরু। ম্যাচের পর ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসতে বসতে বিরক্ত রোনাল্ডোর সঙ্গে কোচের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।