দেবর্ষি মজুমদার, রামপুরহাট : সুচিকিৎসা ও শুশ্রূষায় বগটুই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি ফিরল বুলবুলি খাতুন ও নাবালক ইরফান শেখ। অত্যন্ত যত্নের সঙ্গে কোলে করে অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে পুলিশ বাড়ি পৌঁছে দিল তাদের। মহকুমা শাসক সাদ্দাম নাভাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে শুকনো খাবার, বিস্কুট ইত্যাদি দিলেন। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক এমএসভিপি পলাশ দাস বলেন, ‘‘আমাদের মন খারাপ, ঐকান্তিক চেষ্টা করেও নাজমা বিবিকে বাঁচাতে পারিনি। তবে ভাল লাগছে, বুলবুলি ও ইরফান সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। প্রয়োজনীয় শুশ্রূষা সহকারে তাদের বাড়ি পৌঁছে দেব।’’
আরও পড়ুন-পেশ হল ২০২২-২৩ অর্থবর্ষের জন্য হাওড়া পুরসভার বাজেট
জানা গিয়েছে, ওদের হাত ও পায়ের ক্ষত অনেকটাই সেরেছে। নাবালক পিয়ান আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সে আগেই সুস্থ হয়ে বাড়ি ফেরে। রামপুরহাট ১ নতুন ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিও বগটুই গ্রামে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভয় দিয়ে বলেন, প্রয়োজনে পরীক্ষার্থীদের রামপুরহাটে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। এদিন রামপুরহাট থানার অপসারিত আইসি ত্রিদিব প্রামাণিককে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠিয়ে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করা হয়।
পাশাপাশি মিহিলাল শেখকে বাতাসপুরের গোপালজল গ্রাম থেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে ওই গ্রামে পৌঁছে দেওয়া হয়। জানা গিয়েছে, ঘটনার দিনে রামপুরহাট থানার পুলিশের গতিবিধি জানতে ইতিমধ্যে থানা থেকে সিসিটিভি ফুটেজ নেওয়া হয়েছে। তাতেই জানা যাবে, পুলিশ ঘটনার দিন কখন থানা থেকে বের হয় এবং কখন ঢোকে। সিবিআইয়ের আরেকটি দল গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন বলে খবর।