পেশ হল ২০২২-২৩ অর্থবর্ষের জন্য হাওড়া পুরসভার বাজেট

Must read

হাওড়া পুরসভার নির্বাচন এখনও হয় নি। হাওড়ায় কয়েক বছর ধরে নির্বাচিত পুরবোর্ড নেই, প্রশাসক মণ্ডলীই চালাচ্ছে হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation)। তারই মধ্যে পেশ হল ২০২২-২৩ অর্থবর্ষের জন্য হাওড়া পুরসভার বাজেট। এবারের বাজেটে জোর দেওয়া হয়েছে উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা সংযুক্ত ওয়ার্ডগুলির দিকে। মূলত বাজেটে জোর দেওয়া হয়েছে ৪৫ থেকে ৫০ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের দিকেই।

হাওড়া পুরসভায় (Howrah Municipal Corporation) প্রশাসক মন্ডলীর পক্ষ থেকে ২০২২-২৩ আর্থিক বছরের বাজেট পেশ করা হয়। মুখ্য প্রশাসকের নেতৃত্বে পুর প্রশাসক মন্ডলীর সদস্যরা এই বাজেট নিয়ে আলোচনা করেই বাজেট পেশ করেন। সংযুক্ত এলাকার উন্নয়নের জন্য মোট ৮ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বিশেষ করে কাঁচা রাস্তা পাকা করা, রাস্তার আলো এবং নিকাশি ব্যবস্থার মতো বিষয়গুলির উপর বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন – আমি আপনাদের ঘরের মেয়ের মতো পাশে থাকব : দার্জিলিঙে বললেন মুখ্যমন্ত্রী

হাওড়া পুরসভা সূত্রে খবর, সংযুক্ত এলাকা বলে পরিচিত এই (৪৫ থেকে ৫০ নম্বর) ৬টি ওয়ার্ডের বেশ কিছু জায়গাতেই এখনও কাঁচা রাস্তা রয়েছে, কিছু জায়গায় নেই কোনও আলোর ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই জল জমার পাশাপাশি সমস্যা রয়েছে পানীয় জলেরও। কোনও সংশ্লিষ্ট বোর্ড না থাকায় দীর্ঘদিন ধরেই হাওড়া পুরসভার এই ওয়ার্ডগুলি উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে, এবার এই ওয়ার্ডগুলির উপর উন্নয়নে জোর দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘এবার ৩৫৬ কোটি টাকার ঘাটতি শূন্য বাজেট পেশ করা হয়েছে। সংযুক্ত এলাকার এই ৬টি ওয়ার্ড (৪৫ থেকে ৫০ নম্বর) দীর্ঘদিন ধরেই অবহেলিত ছিল। তাই এই ওয়ার্ডগুলির উপর বেশি জোর দেওয়া হয়েছে। তবে বাকি ৪৪টি ওয়ার্ডেও সার্বিক উন্নয়ন করা হবে। পুরবোর্ড না থাকায় সামান্য অসুবিধা হলেও, এবার পুরসভার আয় বেশি হয়েছে। উন্নয়ন হবে।’

Latest article