মণীশ কীর্তনিয়া: মাত্র ৯ দিনে ৬০ হাজার রেজিস্ট্রেশন! তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফরে গিয়ে চলতি মাসের ১৩ তারিখে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মহিলাদের জন্য ‘উই কার্ড’ প্রকল্পের ঘোষণা করেন। বার্তা ছিল পরিষ্কার, আসন্ন বিধানসভা নির্বাচনে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে সেখানকার মহিলারা ১ হাজার টাকা করে পাবেন। ওইদিন শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরির মঞ্চে কয়েকজন মহিলাকে প্রতীকী ‘উই কার্ড’ তুলেও দেন।
আরও পড়ুন-আরও ৪২ হাজার ক্রেডিট কার্ড দেওয়া হবে পড়ুয়াদের
এর মাঝে কেটেছে মাত্র ৯টা দিন। ইতিমধ্যেই শিলং টাউন, গারো, খাসি, জয়ন্তীয়া— মিলিয়ে ৬০ হাজারেরও বেশি মহিলা উই কার্ডের জন্য তাঁদের নাম নথিভুক্ত করেছেন। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত মেঘালয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মেঘালয় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা জেমস লিংডো তাঁর উচ্ছ্বাস চেপে রাখলেন না। তাঁর কথায়, আমাদের এখানে এখন ক্রিসমাসের উদযাপন শুরু হয়ে গিয়েছে। চারদিকে উৎসবের মেজাজ। কিন্তু এর মধ্যেও যেভাবে দলে দলে আমাদের ক্যাম্পে, দলীয় দফতরে কিংবা ফোনে উই কার্ডের রেজিস্ট্রেশনের জন্য মহিলারা ভিড় করছেন তা অভাবনীয়। মেঘালয় তৃণমূলের আরও এক নেত্রী এলজিভা রিনঝা বললেন, এখনও পর্যন্ত ৬০ হাজারের বেশি মহিলা রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছেন, নতুন বছর শুরু হতে না হতেই সংখ্যাটা ১ লক্ষ ছাড়িয়ে যাবে। এর আগে আমাদের মেম্বারশিপ ড্রাইভ ছিল। সেটাও কবেই লাখ ছাড়িয়ে গিয়েছে। একবার ভাবুন আমরা এখন বিরোধী দল— সরকারে আসলে কী হবে! উচ্ছ্বাস এলজিভার গলাতেও।
আরও পড়ুন-কোর্ভিভ্যাক্সে ছাড়পত্র, সাবধানি পদক্ষেপ রাজ্যের
নতুন বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে বিধানসভার নির্বাচন মেঘালয়ে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিরোধী দল সেখানে। ড. মুকুল সাংমার নেতৃত্বে টিম মেঘালয় দুরন্ত কাজ করছে— একথা বলে এসেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মেঘালয়ে সর্বক্ষণ নজরে রাখছেন। ইনচার্জ হিসেবে নিরলস ক্লান্তিহীনভাবে কাজ করে চলেছেন বাংলার মন্ত্রী মানস ভুঁইয়া। মেঘালয়ে কনরাড সাংমার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, বেকারত্ব, অনুন্নয়ন, শিল্পহীনতা, মহিলাদের পিছিয়ে থাকা-সহ ভূরি ভূরি অভিযোগ রয়েছে। বিজেপি মাত্র তিনটি আসনে টিমটিম করে জ্বলছে। এই আবহে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মডেল সামনে রেখে নতুন মেঘালয় তৈরির কথা বলছেন তাতে আস্থা রাখছেন মেঘালয়বাসী। বিশেষ করে মহিলারা যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রতি বিশ্বাস রাখছেন, তৃণমূল কংগ্রেসকে নিজেদের বলে মনে করছেন মাত্র ৯ দিনে ৬০ হাজারেরও বেশি মহিলার ‘উই কার্ড’ রেজিস্ট্রেশন তার হাতে-গরম প্রমাণ।
আরও পড়ুন-দিনের কবিতা
নতুন বছরের জানুয়ারিতেই আবার মেঘালয় সফরে যাবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। তার আগেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে সেখানে। দলের ম্যানিফেস্টো প্রকাশ হবে। ঘোষণা হবে ৬০ টি বিধানসভার জন্য তৃণমূলের প্রার্থী তালিকাও। ইতিমধ্যেই মেঘের রাজ্যে নির্বাচনী উত্তাপ চড়তে শুরু করেছে৷ প্রবল চাপে এনপিপি – বিজেপি সহ অন্য দলগুলি। আর এই লড়াই এ তৃণমূল কংগ্রেস যে এক ইঞ্চি জমি কাউকে ছাড়বে না প্রথম সফরেই তা স্পষ্ট করে দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মেঘের দেশে নতুন সূর্যোদয়ের জন্য পরিবর্তন চাইছে মেঘালয়বাসী।