দিনের কবিতা

‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-সিকিমে পথ দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

দিনগুলো
দিনগুলো যেন ঝরাপাতা
লেখায়-আঁকায়
লিপি রয়ে যায়।
এই তো শুরু
শেষ হয়ে যায়,
বয়ে যায় শুধু বেলা।
গুনতে বসলে
সংখ্যা বাড়ে
বাড়ে না কমার খেলা।
বয়স হল
সময় গেল
বলতে বলতেই শেষ।
এল গেল
সবই ফুরালো
দিনগুলো কাটল বেশ।

Latest article