প্রতিবেদন : শিলিগুড়ি থেকে বিশ্বকাপের যাত্রাপথ খুব মসৃণ ছিল না। তবু ১৮ পূর্ণ হওয়ার আগেই দু’টি বিশ্বকাপ খেলে ফেলছেন রিচা ঘোষ। বাংলার এই অষ্টাদশী দু’বছর আগে মাত্র ১৬ বছর বয়সেই খেলে ফেলেছেন টি-২০ বিশ্বকাপ। এবার খেলতে চলেছেন ওয়ান ডে বিশ্বকাপ। মার্চে নিউজিল্যান্ডের মাটিতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। ১৫ সদস্যের ভারতীয় দলে প্রধান উইকেটকিপার-ব্যাটার বাংলার রিচা।
আরও পড়ুন-মুম্বইয়ে আইপিএল আয়োজনের ভাবনা
বিশ্বযুদ্ধে যাওয়ার আগে রিচা অবশ্য একটু চিন্তায় আছেন প্রস্তুতি নিয়ে। কারণ, বর্তমান কোভিড পরিস্থিতি। স্থানীয় ক্রিকেট বন্ধ থাকায় এই মুহূর্তে শিলিগুড়ির বাড়িতে আছেন রিচা। বলছেন, ‘‘বিশ্বকাপের আগে আগামী মাসেই আমরা নিউজিল্যান্ড যাব। নিজের ফিটনেস ধরে রাখা এবং প্র্যাকটিস চালিয়ে যাওয়াটা এখন খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেটাই আমি এখন করতে পারছি না। কোভিড পরিস্থিতি কাজটা এতটাই কঠিন করে তুলেছে যে, আমি এখনই এখান থেকে কলকাতাতেও যেতে পারছি না। শিলিগুড়িতে অনুশীলন করার জন্য ভাল মাঠ, পরিকাঠামো নেই।”
শিলিগুড়ির গর্ব রিচা গত দু’বছর ধরে তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভাল খেলছেন। কয়েক মাস আগে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভাল পারফরম্যান্স করেন রিচা। তার জেরেই বিগ ব্যাশে খেলার সুযোগ পান বাংলার মেয়ে। সেই অভিজ্ঞতাই বিশ্বকাপে কাজে লাগাতে চাইছেন রিচা। বলেন, ‘‘বিগ ব্যাশ লিগে যেহেতু খেলেছি তাই ওখানে খেলা আন্তর্জাতিক ক্রিকেটারদের ম্যাচ প্রস্তুতি, পরিকল্পনা, মেজাজ সম্পর্কে জানি। তাই ওখানে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে।”
আরও পড়ুন-শনিবার দঃ২৪ পরগণা জেলার কোভিড পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক বন্দোপাধ্যায়
তবে নিউজিল্যান্ডে বড় রান পাওয়ার
জন্য ব্যাটিং ও উইকেট কিপিং টেকনিকে জোর
দিচ্ছেন রিচা। বলছেন, ‘‘ওখানে হাওয়া বেশি
বলে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং-এর কাজটাও চ্যালেঞ্জিং।”