শনিবার দঃ২৪ পরগণা জেলার কোভিড পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক বন্দোপাধ্যায়

কোভিডের তৃতীয় ঢেউ চলছে। তৎপর সরকার। এবার দক্ষিণ চব্বিশ পরগণার কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।

Must read

কোভিডের তৃতীয় ঢেউ চলছে। তৎপর সরকার। এবার দক্ষিণ চব্বিশ পরগণার কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার দঃ২৪ পরগণা জেলা প্রশাসনের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন তিনি৷ শনিবার দুপুর ১২ টায় আলিপুরে জেলাশাসকের দফতরে হবে এই বৈঠক।

আরও পড়ুন-ওভার কমে নতুন নিয়ম আইসিসির

অভিষেক বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আবার ডায়মন্ড হারবারের সাংসদও। স্বভাবতই ক্রমবর্ধমান কোভিডের ছোবল থেকে জেলাকে রক্ষা করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় বৈঠকে বসছেন। এই বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত থাকবেন জেলাশাসক পি উল্গানাথন, জেলা পরিষদের সভাধিপতি, এছাড়াও পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির বাছাই করা সদস্য। জেলার পুলিশ সুপার, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

আরও পড়ুন-স্কুলেও এভাবে সামনে দাঁড়িয়ে যে­তাম: এলগার

সামনেই গঙ্গাসাগর মেলা। কলকাতা হাইকোর্টও শর্তসাপেক্ষে ছাড় দিয়েছে মেলার জন্য। সমস্ত প্রশাসনিক ব্যবস্থা সারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাগর মেলার প্রস্তুতি বৈঠক করে এসেছেন। প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই নব্বই শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। মেলা প্রাঙ্গণেও টিকাকরণ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্ন্যাসীরা আসতে শুরু করেছেন। আসবেন পুণ্যার্থীরাও। এই অবস্থায় দঃ২৪ পরগণা জেলায় কোভিড পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তা নিশিত করতে চাইছে সরকার। এবার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় নিজে তাঁর সংসদীয় এলাকা তো বটেই একই সঙ্গে বুঝে নিতে চাইছেন এই জেলার বর্তমান কোভিড পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আরও কি কি ব্যবস্থা নেওয়া দরকার।

Latest article