মুম্বই, ৬ জুলাই : সম্ভাবনা একটা ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে রিঙ্কু সিংয়ের নাম নেই। অথচ এবারের আইপিএলে কেকেআরের হয়ে ধারাবাহিকভাবে রান করেছেন তরুণ বাঁ হাতি ব্যাটার।
আরও পড়ুন-ধোনিদের সেই জয়ের পুনরাবৃত্তি চান ঝুলন, শহরে বিশ্বকাপ
জাতীয় দলে সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন রিঙ্কু। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘‘কারও কাছে সোফা শুধুই একটি আসবাব। আবার কারও কাছে দলে সুযোগ পাওয়ার মাধ্যম।’’ রিঙ্কুর বাদ পড়া নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়াও। ‘জাস্টিস ফর রিঙ্কু’ ট্যুইট করে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন অজস্র ক্রিকেটপ্রেমী। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া তো সরাসরি বলে দিচ্ছেন, ‘‘তিলক ভার্মার বদলে রিঙ্কুর সুযোগ পাওয়া উচিত ছিল।’’
আরও পড়ুন-সুনীলদের দীর্ঘ শিবির নিয়ে বাড়ছে সংশয় এশিয়ান কাপ
যদিও বোর্ড সূত্রের খবর, রিঙ্কুর জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। বরং এশিয়ান গেমসের দলে তাঁর সুযোগ পাওয়া কার্যত নিশ্চিত। আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই এশিয়াডের দল জানিয়ে দিতে হবে বিসিসিআইকে। শুক্রবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন ক্রিকেটাররা এশিয়ান গেমসের স্কোয়াডে থাকবেন। তবে সেদিনই ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বোর্ড সূত্রের খবর, শিখর ধাওয়ানের নেতৃত্বে একঝাঁক তরুণকে নিয়ে গড়া হবে এশিয়াডের দল। আর সেই দলে রিঙ্কু ছাড়াও থাকবেন ঋতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, জিতেশ শর্মা, উমরান মালিকদের মতো উঠতি প্রতিভারা। এদিকে, জাতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ কেকেআর অধিনায়ক নীতীশ রানাও। তিনি ট্যুইট করেছেন, ‘‘খারাপ সময় আসলে ভাল ভবিষ্যৎ তৈরি করে।’’