প্রথম ছয় ওভার পাওয়ার প্লের (Power play) শেষ হওয়ার পর মুম্বইয়ের রান ছিল ৭২/১। রোহিত শর্মা ১৩ বলে ২০ করে গেলেন। দুটি ছক্কা এবং একটি চার মারলেন। ঈশান কিষান এবং সূর্য কুমার কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুম্বইকে। ঈশানকে চেনা মেজাজে দেখা যাচ্ছিল। ২৫ বলে ৫৮ করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন।
আরও পড়ুন-এই বছরেই শেষ হবে বৌবাজারের কাজ, কবে পাওয়া যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা
সূর্য কুমার হারানো ফর্ম ফিরে পেলেন। ১০ ওভার শেষে মুম্বইয়ের রান ছিল ১১০/২। সুনীল নারিন আজ প্রচুর রান দিলেন। রাসেল বল করলেন ১৩ ওভারের মাথায়। কিন্তু ততক্ষণে ম্যাচ ধরে ফেলেছে মুম্বই। তিলক বর্মা আউট হয়ে গেলেও টিম ডেভিড এসে কিছু আক্রমণাত্মক শট খেলে দিলেন।
আরও পড়ুন-তাপপ্রবাহের মধ্যেই হলদিয়ায় টর্নেডো
নীতিশ রানা শেষ ম্যাচে ইডেনে দুর্দান্ত ব্যাটিং করলেও আজ ছয় মারতে গিয়ে ৫ রান করে ফিরলেন। কেকেআর অধিনায়ক আজ ব্যর্থ। শর্দুল ঠাকুর নেমেই প্রায় আউট হয়ে গিয়েছিলেন। ঈশান স্টাম্প না করতে পারার কারণে বেঁচে যান। অন্যদিকে ভেঙ্কটেশ আইয়ার ২৪ বলে ৫০ পূর্ণ করলেন। পায়ে আঘাত নিয়েও দুর্দান্ত লড়াই করলেন তিনি। হল না রিঙ্কু ম্যাজিক ।