এই বছরেই শেষ হবে বৌবাজারের কাজ, কবে পাওয়া যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

রবিবার রেলওয়ে বোর্ডের সদস্য (পরিকাঠামো) রূপ এন সুনকর ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত পরিদর্শন করেন

Must read

বউবাজার (Bowbazar) এলাকা পরিদর্শনের পর সাংবাদিক বৈঠকে রেলওয়ে বোর্ডের সদস্য (পরিকাঠামো) সুনকর জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বউবাজারে মেট্রোর কাজ হয়ে যাবে। তারপর ট্রায়াল রান, সুরক্ষা ব্যবস্থা পরিদর্শন, রেলের অনুুমোদনের জন্য আরও পাঁচ-ছয় মাস লাগবে। তারপর বউবাজার দিয়েও মেট্রো দৌড়াতে শুরু করবে বলে আশাপ্রকাশ করেছেন সুনকর। অর্থাৎ ইস্ট-ওয়েস্ট করিডরের সম্পূর্ণ অংশে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।

আরও পড়ুন-তাপপ্রবাহের মধ্যেই হলদিয়ায় টর্নেডো

এই বছরের ডিসেম্বরের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে পরিষেবা শুরু হওয়ার সম্ভবনা প্রবল। আগামী বছর মে-জুনের মধ্যে বউবাজারে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পুরো ১৬.৬ কিলোমিটার অংশে (সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান) শুরু করা যাবে বলেই মনে করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যদিও এখনই নির্দিষ্টভাবে কোনও দিন জানানো হয়নি।

আরও পড়ুন-পুলিশের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন আতিক আহমেদ ও আশরফ, ক্ষোভপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রবিবার রেলওয়ে বোর্ডের সদস্য (পরিকাঠামো) রূপ এন সুনকর ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন মেট্রো রেলের মুখ্য ইঞ্জিনিয়ার ও কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) ম্যানেজিং ডিরেক্টকর এইচ এন জয়সওয়াল-সহ মেট্রোর একাধিক শীর্ষকর্তা। তারা বউবাজারের বিপর্যস্ত এলাকার পরিদর্শনে যান।

আরও পড়ুন-তীব্র তাপপ্রবাহের জেরে আগামী সপ্তাহ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বউবাজার এলাকা পরিদর্শনের পর সাংবাদিক বৈঠকে রেলওয়ে বোর্ডের সদস্য (পরিকাঠামো) সুনকর বলেন, এই বছরের ডিসেম্বরের মধ্যে বউবাজারে মেট্রোর কাজ হয়ে যাবে। তারপর ট্রায়াল রান, সুরক্ষা ব্যবস্থা পরিদর্শন, রেলের অনুুমোদনের জন্য আরও পাঁচ-ছয় মাস লাগবে। তারপর বউবাজার দিয়েও মেট্রো চলবে।

Latest article