পুলিশের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন আতিক আহমেদ ও আশরফ, ক্ষোভপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

পুলিশি বেষ্টনীর মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক। হঠাৎ করেই বাঁ দিক থেকে একটি হাত বেরিয়ে আসে। মিডিয়ায় লাইভ দেখা গিয়েছে সেই ভিডিও

Must read

শনিবার রাতে মেডিক্যাল পরীক্ষার জন্য প্রয়াগরাজের (Prayagraj) মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল আতিক আহমেদ (Atique Ahmed) ও তাঁর ভাই আশরফকে (Ashraf) । পুলিশি বেষ্টনীর মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক। হঠাৎ করেই বাঁ দিক থেকে একটি হাত বেরিয়ে আসে। মিডিয়ায় লাইভ দেখা গিয়েছে সেই ভিডিও। শনিবার রাতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে এই হাড়হিম করা ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

আরও পড়ুন-তীব্র তাপপ্রবাহের জেরে আগামী সপ্তাহ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কয়েকদিন আগেই পুলিশি এনকাউন্টারে (Encounter) শেষ হয়েছিল ছেলে। আসাদ আহমেদের শেষকৃত্যের দিনে এবার খুন তাঁর বাবা গ্যাংস্টার আতিক আহমেদও। মেডিক্যাল টেস্ট করানোর জন্য প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফকে। প্রিজন ভ্যান থেকে নেমে হাসপাতালের সামনে আতিক ও তাঁর ভাই আশরফ সাংবাদিকদের সংঙ্গে কথা বলছিলেন। হঠাৎ এক ব্যক্তি আতিকের মাথায় বন্দুক ঠেকান এবং ট্রিগারে চাপ দেন। আতিক মাটিতে লুটিয়ে পড়ার সময় আরও কয়েকটি এলোপাথাড়ি গুলি চলে। মৃত্যু হয় তাঁর ভাই আশরফেরও। পুলিশের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুই অপরাধীকে খুনের ঘটনায় গোটা উত্তর প্রদেশে চাঞ্চল্য ছড়িয়েছে। আততায়ী সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত উত্তর প্রদেশের সমস্ত জেলাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন-অপমানে বিজেপি ছাড়লেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে ঘটনাটিকে লজ্জাজনক বলে জানান। তিনি টুইট বার্তায় লেখেন, ‘উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে আমি হতবাক। এটা লজ্জাজনক যে অপরাধীরা এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে, পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতে। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরনের বেআইনি কাজের কোনো স্থান নেই।’

 

Latest article