তীব্র তাপপ্রবাহের জেরে আগামী সপ্তাহ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

তীব্র তাপপ্রবাহের জেরে আগামী সপ্তাহে সোমবার থেকে শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

তীব্র তাপপ্রবাহের জেরে আগামী সপ্তাহে সোমবার থেকে শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার ঈদের ছুটি। আগামী সপ্তাহ পুরোটাই ছুটি থাকছে বলে জানা গিয়েছে। রাজ্যের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছুটি দিতে বলা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই ছুটির বিজ্ঞপ্তি জারি হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-অপমানে বিজেপি ছাড়লেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

অত্যাধিক গরমের ফলে ইতিমধ্যেই গরমের ছুটি এগিয়ে এনে ২ মে থেকে কার্যকরী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই কয়েকদিন সকালে স্কুল করা যায় কিনা তা নিয়ে জল্পনা চলছিল। বেশ কিছু বেসরকারি স্কুল সকালে পঠনপাঠনের বিজ্ঞপ্তি জারি করে। আজ রবিবার মুখ্যমন্ত্রী সোমবার থেকে ছুটি ঘোষণা করলেন। প্রচন্ড গরমে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবেই এই মানবিক সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী।

Latest article