প্রতিবেদন : আমেদাবাদে রিঙ্কু-রূপকথা অতীত। মোতেরার ইনিংস ভুলে ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে নতুন যুদ্ধের মহড়ায় রিঙ্কু সিং (Rinku Singh)। গুজরাট টাইটান্স ম্যাচের অবিশ্বাস্য ইনিংসের পর আলিগড়ের তরুণ এখন নাইটদের মহানায়ক। শুধু প্রচারের সার্চলাইট নয়, আমেদাবাদ পরবর্তী রিঙ্কু যেন কেকেআরের মুখ হয়ে উঠেছেন।
পাঁচ ছক্কার মারকাটারি ব্যাটিংয়ের পর বুধবারই প্রথম ইডেনে দলের সঙ্গে অনুশীলনে নামেন রিঙ্কু (Rinku Singh)। শুক্রবার ইডেনে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ব্যাটিং সাধনায় নাইট নায়ক। পাশাপাশি দুই নেটে টানা বেশ কিছুক্ষণ ব্যাট করেন। নেটের ধারে দাঁড়িয়ে রিঙ্কুর ব্যাটিংয়ে নজর রেখেছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ভুলত্রুটি হলে পরামর্শ দিচ্ছিলেন তরুণ তারকাকে। রিঙ্কুও কোচের কাছে এগিয়ে এসে কথা বলেন। নেটে ব্যাটিংয়ের পর শ্যাডো প্র্যাকটিস করেন। রিঙ্কুর ব্যাটিং দেখে উজ্জীবিত আন্দ্রে রাসেলরাও। এদিন ইডেনের নেটে আগ্রাসী ব্যাটিং করতে দেখা যায় তাঁকেও। শুক্রবার ইডেনে অনুশীলন করে হায়দরাবাদও।
আরও পড়ুন- গোলের সুযোগ কাজে লাগাতে চান ক্লেটনরা