গোলের সুযোগ কাজে লাগাতে চান ক্লেটনরা

ইস্টবেঙ্গলের সামনে হায়দরাবাদ

Must read

প্রতিবেদন : সুপার কাপের প্রথম ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করেছে ইস্টবেঙ্গল। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইনের দলকে। বৃহস্পতিবার গ্রুপ ‘বি’-তে লাল-হলুদের প্রতিপক্ষ গতবারের আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি (East bengal- Hyderabad FC)। তারা প্রথম ম্যাচ জিতেছে। কঠিন প্রতিপক্ষ হলেও জোয়াও ভিক্টর, ইয়াসির শাহদের বিরুদ্ধে সুযোগের সদ্ব্যবহার করে জয় তুলে আনতে মরিয়া ইস্টবেঙ্গল।

প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করায় হায়দরাবাদ ম্যাচ ইস্টবেঙ্গলের(East bengal- Hyderabad FC) জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হার বা ড্র স্টিফেনের দলকে সেমিফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে দিতে পারে। তাই ক্লেটন সিলভা, মহেশ সিংরা হায়দরাবাদ ম্যাচকে পাখির চোখ করেছেন। ইস্টবেঙ্গলের প্রধান স্ট্রাইকার ব্রাজিলীয় ক্লেটন বলেছেন, ‘‘হায়দরাবাদ খুব ভাল দল। লড়াই কঠিন হবে। প্রথম ম্যাচের মতো সুযোগ নষ্ট করলে চলবে না। আমরা যদি সুযোগগুলো ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে নিরাশ হয়ে ফিরব না। ওড়িশা ম্যাচে দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলেছি। প্রচুর সুযোগ তৈরি করেছি। সেটাই আমাদের মোটিভেশন। হায়দরাবাদের কোচ, ফুটবলাররা খুব ভাল। তবে আমরা চেষ্টা করব ওদের চমকে দিতে।’’

আরও পড়ুন- দিল্লি টেস্টের অভিজ্ঞতা কাজে লাগালেন রোহিত

বৃহস্পতিবার মঞ্জেরি স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় ম্যাচ শুরু। বুধবার বিকেলে ঘণ্টাখানেক অনুশীলন করেন ক্লেটনরা। রক্ষণ জমাট রেখে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেই বাজিমাতের চেষ্টায় লাল-হলুদ বাহিনী। ক্লেটন ও নাওরেম মহেশের জুটি প্রথম ম্যাচে সেভাবে সফল হয়নি। জেক জার্ভিসকে স্ট্রাইকারে খেলিয়েও লাভ হচ্ছে না। ওড়িশা ম্যাচে জার্ভিস একাই গোটা চারেক সহজ সুযোগ নষ্ট করেছেন। তাই হায়দরাবাদ ম্যাচে রণকৌশল বদলাতে পারেন স্টিফেন।

Latest article