প্রতিবেদন : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী পদের দৌড়ে বেশ কিছুটা এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত নেতা ঋষি সুনাক। কূটনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, কনজারভেটিভ পার্টির এই নেতা ব্রিটেনে এক নতুন ইতিহাস গড়তে চলেছেন। কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বরিস জনসন। তারপরই ব্রিটেনের রাজনীতিতে প্রশ্ন ওঠে, বরিসের পর কে?
আরও পড়ুন-ভারী যান নয়
পরবর্তী প্রধানমন্ত্রী বাছতে কনজারভেটিভ দলের অন্দরেই ভোট নেওয়া হয়। তাতে দেখা গিয়েছে, প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ঋষি সুনক। তাঁকে দলের ৮৮ জন সাংসদ সমর্থন করেছেন। তাঁর পিছনে রয়েছেন দেশের বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট। তাঁকে সমর্থন করেছেন ৬৭ জন। তৃতীয় স্থানে থাকা বিদেশসচিব লিজা ট্রুসকে সমর্থন করেছেন ৫০ জন। দলীয় প্রধান নির্বাচনের জন্য বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে। এদিন ভোট দেবেন পার্লামেন্টের নিম্নকক্ষের কনজারভেটিভ পার্টির ৩৫৮ জন সদস্য।
আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে ব্যাঙ্ক কর্মীরা
এই ফলাফল সামনে আসবে ৫ সেপ্টেম্বর। একসময় প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকলেও ইতিমধ্যেই নিজের নাম তুলে নিয়েছেন গুজরাতি বংশোদ্ভূত ভারতীয় প্রীতি প্যাটেল। প্রীতি বর্তমানে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেই তাঁর এই সিদ্ধান্ত।