সাইবার-নিরাপত্তায় নজির, রেকর্ড বইয়ে নাম ঋত্বিকের

Must read

প্রতিবেদন : বাংলার ছেলে ঋত্বিক রায় (Ritwik Roy) মাত্র এক ঘণ্টায় ১৬টি সফটওয়্যার বানিয়ে রেকর্ড গড়ে নাম তুলে ফেলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India book of records)। ইদানীং অনেকেই সাইবার সিকিউরিটি নিয়ে ভীষণ চিন্তিত। অনেকে আবার ফেসবুক-ইন্সটাগ্রাম হ্যাকিংয়ের শিকার। দীর্ঘদিন ধরেই সফটওয়্যার তৈরির দিকে ঝোঁক ঋত্বিকের। ৫ বছর ধরে সাইবার সিকিউরিটি আর এথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করছেন হবু বিজ্ঞানী ঋত্বিক। সাইবার নিরাপত্তা নিয়ে তাঁর লেখা ‘নিশ্চিত সাইবার সুরক্ষা’ বইটিতে স্ক্যাম ও হ্যাকিং থেকে সাধারণ মানুষকে সুরক্ষার নানা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন তিনি। বইটি মানুষকে সুরক্ষিত ইন্টারনেট ব্যবহার করতে সাহায্য করছে। বিভিন্ন নিউজ চ্যানেল থেকে সংবাদপত্রেও সাইবার সিকিউরিটির নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি। এবার সবচেয়ে কম সময়ে সর্বাধিক সংখ্যক সফটওয়্যার বানিয়ে রেকর্ড গড়ে ফেললেন। একটি ক্যালকুলেটর, একটি চ্যাটিং অ্যাপ্লিকেশন, ৩টি গেম, ৩টি ভাইরাস এবং ৮টি হ্যাকিং সফটওয়্যার তৈরি করায় ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India book of records) তাঁর নাম নথিভুক্ত হয়েছে। এ বিষয়ে ঋত্বিকের বক্তব্য, ‘‘দীর্ঘদিন ধরে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি। একাধিক চ্যানেল ও সংবাদপত্রে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের নানা টিপস তুলে ধরেছি। বেশ ক’টি অ্যান্টি-হ্যাকিং সফটওয়্যারও বানিয়েছি।’’ ছেলের সাফল্যে খুশি বাবা তপনকুমার রায় বলেন, ‘‘ছোট থেকেই ওর মধ্যে কিছু করার খিদে ছিল। অনেকবার ব্যর্থ হয়েও হাল ছাড়েনি। ওর সাফল্যে আমার পরিবার খুব খুশি।’’ মা অপর্ণা রায় জানান, ‘‘আজকাল কমবেশি অনেকেরই সাইবার নিরাপত্তাজনিত সমস্যায় হয়রানি হয়। ছেলে ওর বইয়ে এ নিয়ে বিশদে আলোচনা করেছে। আমি চাই ভবিষ্যতে আরও সাফল্য পাক।’’

আরও পড়ুন-দেশ জুড়ে বর্ষার তাণ্ডবলীলা

Latest article