সংবাদদাতা, নন্দকুমার : জাতীয় সড়কের চণ্ডীপুর থানার দক্ষিণ নরঘাট এলাকায় শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। ঘটনায় জখম ১৫ জন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে কলকাতা পাঠানো হয়েছে।
আরও পড়ুন-Kumargram BJP Mishap: কুমারগ্রামে ফের ভাঙল বিজেপি
খেজুরি-হাওড়া রুটের পিঙ্কি ট্রাভেলস নামে একটি বেসরকারি যাত্রীবাহী বাস খেজুরি থেকে হাওড়া যাওয়ার সময়, দক্ষিণ নরঘাট এলাকায়, উল্টোদিক থেকে আসা একটি সবজি বোঝাই মিনি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। যাত্রীবাহী বাসটি বেশ দ্রুতগতিতে ছিল বলে স্থানীয়দের দাবি। সবজিবোঝাই মিনি লরির সঙ্গে ধাক্কার পর, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাল বোঝাই গাড়ি, তারপর আরও একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে।
আরও পড়ুন-Community Toilet: হাটেবাজারে কমিউনিটি টয়লেট
ঘটনায় সবজি বোঝাই মিনি লরি ও মাল বোঝাই গাড়ি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ক্ষতি হয় প্রাইভেট গাড়িটিরও। চণ্ডীপুর থানা সূত্রে প্রকাশ, শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ নরঘাট ব্রিজের কিছুটা আগে পেট্রোল পাম্পের কাছে রাস্তার বাঁকের মুখে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সে সময় গাড়িগুলি প্রচণ্ড গতিবেগে থাকায় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে।
ঘটনার খবর পেয়েই আসে চণ্ডীপুর থানার পুলিশ। যাত্রীবাহী বাস, প্রাইভেট গাড়ি ও সবজি বোঝাই মিনি লরি থেকে আহতদের উদ্ধার করে দ্রুত তমলুক জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়।
তবে স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই সবজি বোঝাই মিনি লরির চালক সহ মোট দু’জনের মৃত্যু হয়েছিল। তমলুক জেলা হাসপাতালে পাঠানোর পথেই আরও একজনের মৃত্যু হয়। পথ দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থলের চিত্র দেখে পুলিশের অনুমান, প্রথমে যাত্রীবাহী বাস ও সবজি বোঝাই মিনি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা এগিয়ে গিয়ে আরও একটি মাল বোঝাই গাড়িকে ধাক্কা মারে। সেই সময় পাশে থাকা একটি প্রাইভেট গাড়িও দুই গাড়ির মাঝে ঢুকে পড়ে বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর জেরে সবজি বোঝাই গাড়িটি প্রায় গুঁড়িয়ে যায়। বহু সবজি জাতীয় সড়কের বেশ কিছুটা অংশ জুড়ে ছড়িয়ে পড়ে। যাত্রীবাহী বাসের একাধিক যাত্রী জখম হন। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুটা সময় অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক।