প্রতিবেদন : বড়সড় দুর্ঘটনার কবলে কৃষিবিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার গাড়ি। মঙ্গলবার। অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী। আসানসোল থেকে ফেরার পথে তাঁর কনভয়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আসানসোল ও দুর্গাপুরে দুটি সুফল বাংলা স্টলের উদ্বোধন করতে গিয়েছিলেন বেচারাম। উদ্বোধন অনুষ্ঠান শেষে ফিরছিলেন বাড়ি।
আরও পড়ুন-পুজোর মুখে সমুদ্রগড় হাটে বিক্রি তুঙ্গে, খুশি তাঁতিরা
বর্ধমানের জৌগ্রাম উড়ালপুলের কাছে উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে বাঁচাতে গিয়ে মন্ত্রীর কনভয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সময় কনভয়ের অন্য একটি গাড়ির পিছনে বেচারামের গাড়িটি সজোরে ধাক্কা মারে। দুটো গাড়িই বিশ্রী রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেচারাম যে গাড়িতে ছিলেন, তার সামনেটা দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনায় মন্ত্রী আহত হন। তবে আঘাত তেমন মারাত্মক নয়। দুর্ঘটনার পরেই অন্য একটি গাড়িতে তাঁকে সোজা সিঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে ছেড়ে দেন।