পুজোর মুখে সমুদ্রগড় হাটে বিক্রি তুঙ্গে, খুশি তাঁতিরা

সোমবার হাটে অপরাধ রুখতে ও নিরাপত্তার স্বার্থে ৩৮টি সিসিটিভি ক্যামেরা ও মহিলাদের জন্য শৌচাগারের উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

Must read

সংবাদদাতা, কাটোয়া : পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় এলাকায় প্রায় ২৫ হাজার তাঁতশিল্পীর বসবাস। রবিবার পুজোর মুখে এখানকার গণেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাটে একদিনেই কোটি টাকার বেচাকেনা হওয়ায় খুশি তাঁরা। সোমবার হাটে অপরাধ রুখতে ও নিরাপত্তার স্বার্থে ৩৮টি সিসিটিভি ক্যামেরা ও মহিলাদের জন্য শৌচাগারের উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

আরও পড়ুন-বৃদ্ধার জরায়ু থেকে বের হল দুই কেজির টিউমার

তিনি বলেন, ‘‘এই হাটে কয়েক বছর ধরেই ভাল ব্যবসা হচ্ছে। তাঁতিরা সরাসরি উৎপাদন সামগ্রী বিক্রি করতে পারছেন।’’ রাজ্য সরকার তাঁতিদের জন্য ‘তাঁতসাথী’-সহ বিভিন্ন প্রকল্প চালু করেছে। সরকারি উদ্যোগে ধাত্রীগ্রাম ও শ্রীরামপুরে দুটি তাঁতের হাট হয়েছে। ধাত্রীগ্রাম হাটে অগাস্ট মাসে তাঁতিরা ২২ লাখ টাকারও বেশি শাড়ি বিক্রি করেন। শ্রীরামপুরের হাটেও ভাল বিক্রি হচ্ছে। সমুদ্রগড় দ্বিতল হাটে চারশোর উপর বিক্রেতা আছেন। হাট কর্তৃপক্ষের তরফে সুবীর কর্মকার বলেন, ‘‘ভোর থেকেই মানুষের ভিড় উপচে পড়ে।’’

Latest article