বৃদ্ধার জরায়ু থেকে বের হল দুই কেজির টিউমার

ইউএসজি রিপোর্টে টিউমারটির অবস্থান ধরা পড়ে। কিন্তু এই বয়সে অপারেশন করাটা ঝুঁকির বলে তুফানির পরিবারের লোকজন দ্বিধায় ছিলেন।

Must read

সংবাদদাতা, কাটোয়া : এক বৃদ্ধার জরায়ু থেকে বের হল কেজি দুয়েক ওজনের টিউমার। দেখতে অনেকটা সদ্যোজাত শিশুর মাথার মতো। অস্ত্রোপচার করে সেটি তাঁর দেহ থেকে বের করেন কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘৮২ বছরের বৃদ্ধার জরায়ু থেকে টিউমার বের করা খুব ঝুঁকির ছিল। ঘণ্টাখানেক লেগেছে অপারেশন করতে। তবে তা সফল হয়েছে। উনি এখন ভালই আছেন।’’

আরও পড়ুন-লাভজনক ফেরো স্ক্র্যাপ বেচে দিচ্ছে কেন্দ্র, আন্দোলনে তৃণমূল

নদিয়ার মাটিয়ারির বাসিন্দা তুফানি দাস দীর্ঘদিন ধরে তলপেটের যন্ত্রণায় ভুগছিলেন। অনেক জায়গায় দেখানোর পর পড়শিদের কথায় কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সুদীপ্তবাবুকে দেখান। ইউএসজি রিপোর্টে টিউমারটির অবস্থান ধরা পড়ে। কিন্তু এই বয়সে অপারেশন করাটা ঝুঁকির বলে তুফানির পরিবারের লোকজন দ্বিধায় ছিলেন। বৃদ্ধার কন্যা শিখা দেবী বলেন, ‘‘শেষমেশ সুদীপ্তবাবুর ভরসায় রাজি হই।’’ হাসপাতাল সূত্রের খবর, টিউমারটি ক্যালসিফায়েড মায়োমা জাতীয়। দীর্ঘদিন ক্যালসিয়াম জমে টিউমারের আকার নেয়। তার ফলে মাঝে মাঝেই তীব্র যন্ত্রণা হত। অপারেশন সফল হয়েছে জেনে খুশি তুফানি বললেন, ‘‘খুব কষ্ট হত বাছা। খেতে পারতাম না। গ্যাস-অম্বলের বড়ি খেয়েছি প্রচুর। তাতেও কিছু হত না। এখন অনেকটা হাল্কা লাগছে। ডাক্তারবাবুকে ধন্যবাদ। উনি আমাকে বাঁচিয়ে দিলেন।’’

Latest article