প্রতিবেদন : স্কুল, রাজ্য এবং জাতীয় স্তরের প্রতিযোগিতাকে গুরুত্ব দিয়ে ভারতীয় ফুটবলের উন্নতিসাধন করতে উদ্যোগী সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি কল্যাণ চৌবে। একই সঙ্গে আইএসএল ও আই লিগ নিয়ে ফিফা এবং এএফসি-র রোডম্যাপ মেনেই এগোতে চাইছেন নতুন সভাপতি। ভারতীয় ফুটবলের উন্নতিতে সবার পরামর্শ পেতে সাজেশন বক্সও চালু করলেন ফেডারেশন সভাপতি। ভারতীয় ফুটবল প্রশাসনের মসনদে বসার পর বৃহস্পতিবার প্রথম কলকাতায় সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছিলেন কল্যাণ। সঙ্গে ছিলেন নতুন সচিব সাজি প্রভাকরণ, ডেপুটি সচিব সুনন্দ ধর এবং কার্যকরী কমিটির সদস্য অভিজিৎ পাল।
আরও পড়ুন-ফেসবুক লাইভে গুলি, হত ৩
ফেডারেশন সভাপতি বলেন, ‘‘বছরের পর বছর ভারতীয় ফুটবলের সেরা তারকারা উঠেছেন রাজ্য স্তরের প্রতিযোগিতা থেকে। তাই আমরা এই টুর্নামেন্টগুলিকে অগ্রাধিকার দেব। সন্তোষ ট্রফির মতো ঐতিহ্যশালী টুর্নামেন্ট আরও ভালভাবে আয়োজন করতে হবে। সেই সঙ্গে গুরুত্ব দিতে হবে বাকি রাজ্য স্তরের টুর্নামেন্ট এবং জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলিকেও।’’ মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো দুই বড় ক্লাবকে নিয়েও যে তাঁর পরিকল্পনা আছে, তাও জানিয়েছেন এআইএফএফ সভাপতি।
আরও পড়ুন-খুদে পড়ুয়াদের ভয় দেখিয়ে শৌচালয় পরিষ্কার করালেন প্রধান শিক্ষক
তিনি আরও বলেন, ‘‘আমাদের লক্ষ্য, স্কুল স্তর থেকে ফুটবলার তুলে আনা। সারা দেশে ১৬ লক্ষ সরকারি স্কুল রয়েছে এবং ২৫ কোটি ছাত্রছাত্রী রয়েছে। প্রতিটি স্কুলে যদি একটা করে ফুটবল মাঠ থাকে এবং ফিজিক্যাল ট্রেনার এবং লাইসেন্সধারী কোচরা যুক্ত থাকে, তাহলে কোনও সময়-শক্তি অপচয় না করেই অনেক কিছু করা সম্ভব।’’
আরও পড়ুন-দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবেই
ফেডারেশনের নতুন কমিটির লক্ষ্য, ক্লাব এবং জাতীয় দলকে সমান গুরুত্ব দিয়ে ভারসাম্য রক্ষা করা। তাহলেই ভারতীয় ফুটবল এগিয়ে যাবে বলে মনে করছেন এআইএফএফ সভাপতি। সামনের মাসেই অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আসর বসছে ভারতে। তার আগে মেয়েদের বিশ্বকাপের প্রচারে দেশের ৪০টি শহরে সাই ও রাজ্য সংস্থাগুলির সহযোগিতায় জাতীয় দলের ফ্রেন্ডলি ম্যাচ আয়োজিত হবে। এছাড়াও ফেডারেশন সভাপতি জানিয়েছেন, সাইয়ের সহায়তায় অনূর্ধ্ব ১৭ মেয়েদের লিগও চালু হতে চলেছে। আধুনিক ফুটবলে প্রযুক্তি অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। গোললাইন প্রযুক্তির ব্যবহার ভারতে সম্ভব কি না, তাও খতিয়ে দেখছে ফেডারেশন। এই ব্যাপারে মুম্বইয়ের একটি সংস্থার সঙ্গে সম্প্রতি বৈঠকও করেছেন কল্যাণ। আইএসএল, আই লিগ নিয়ে এএফসি রোডম্যাপ মেনেই এগোবেন বলে জানিয়ে দিলেন তিনি।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…