প্রতিবেদন : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিপুল উন্নতি হয়েছে। চিকিৎসা ব্যবস্থায় আধুনিকীকরণের কাজ চলছে জোরকদমে। সেই লক্ষ্যে এবার আসছে রোবট। রাজ্যের প্রথম সরকারি হাসপাতাল হিসেবে এসএসকেএমে আসছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত এই অত্যাধুনিক রোবট। রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে পুজোর পরই চলে আসছে এই রোবট। রোবটিক সার্জারির কাজে এই ব্যবহৃত হবে এই রোবট।
আরও পড়ুন-যুদ্ধে প্রাণ রক্ষা থেকে দাদা/ভাইয়ের মঙ্গল কামনায় রাখি
এটিই হবে রাজ্যের সরকারি স্বাস্থ্যক্ষেত্রে প্রথম রোবট। এর পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজেও আসছে রোবট। মেডিক্যাল কলেজের তরফে ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। সেই প্রস্তাব আপাতত দফতরের বিবেচনাধীন। ২০১৯ সালে এসএসকেএম হাসপাতাল রোবট নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। জেনারেল ও ইউরো সার্জারি এবং গাইনি বিভাগ একসঙ্গে মিলে একটি টিম তৈরি করেছিল। তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের কাজও শুরু হয়েছিল। কিন্তু নানা কারণে তখন তা বাস্তবায়িত হয়নি। করোনা পর্ব কাটিয়ে ফের এই নিয়ে উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর আগ্রহে সরকারি তরফে শুরু হয় তৎপরতা।
আরও পড়ুন-স্কিনের পর এবার বোন-ব্যাঙ্ক
এরপরই রোবট আনার ক্ষেত্রে ছাড়পত্র দেয় রাজ্য সরকার। জানা গিয়েছে, শীঘ্রই এ-সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। সবার আশা পুজোর পরই চলে আসবে রোবট। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, আগামী দিনে রোবটিক সার্জারিই ভবিষ্যৎ। চিকিৎসক, শিক্ষার্থী থেকে শুরু করে রোগীরাও এর ফলে উপকৃত হবেন।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…