নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : রোহিত শর্মাকেই (Rohit Sharma) টি-২০ দলের পাশাপাশি ভারতীয় ওয়ান ডে দলেরও নেতা হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই (BCCI)। সদ্য প্রাক্তন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বোর্ডের এই সিদ্ধান্তে অবাক নন। বরং তিনি মনে করছেন, দুই ফরম্যাটে দুই অধিনায়ক ফর্মুলা দলে কোনও প্রভাব ফেলবে না।
বিরাট, রোহিত দু’জনের সঙ্গেই কাজ করেছেন। দুই তারকাকে খুব কাছ থেকে দেখার সূত্রে নিজের সংক্ষিপ্ত মতামত দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যার। একটি সর্বভারতীয় ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘‘নেতা হিসেবে রোহিত খুব ইতিবাচক মানসিকতার। ও চাপ নেয় না। আতঙ্কিত হয় না। দলের জন্য যেটা ভাল হবে, সেটাই ও করবে। রোহিতের কাছে বিভিন্ন দলের তথ্য মজুত থাকে। যাবতীয় অস্ত্রশস্ত্র মজুত করেই ও মাঠে নামে।’’
আরও পড়ুন-বায়ার্নের কাছে হার, বিদায় Barcelona-র
তিন ফরম্যাটেই বিরাট, রোহিতের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করে তৃপ্ত ও গর্বিত শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন গুরুর কথায়, ‘‘আমাদের কাছে দু’জন লোক আছে, দু’জনের মানসিকতা এক। বিরাট ও রোহিতের মানসিকতা, দৃষ্টিভঙ্গির মধ্যে কোনও তফাত নেই। আমি মনে করি, দুই ফরম্যাটে দুই অধিনায়ক ফর্মুলা দলে প্রভাব ফেলবে না। ২০১৪ সালে আমি যখন প্রথম ভারতীয় দলের সঙ্গে প্রথম যুক্ত হলাম, তখন শুধু মহেন্দ্র সিং ধোনি ছিল বড় তারকা। সুপারস্টার হওয়ার মশলা ছিল শুধু বিরাটের মধ্যে। আর সাদা বলের ক্রিকেটে কিছুটা রোহিত শর্মার। পরবর্তী সময় দু’জনেই হয়ে উঠল লাল ও সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।’’
এর পর টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ যোগ করেন, ‘‘এই দলের অনেক কিছুই প্রথম। সেটা দুর্দান্ত ফাস্ট বোলিং আক্রমণ হোক বা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে টেস্ট সিরিজ জয়। এটাই মুগ্ধতা বাড়ায়। এরা সত্যিই অপ্রতিরোধ্য।’’