বায়ার্নের কাছে হার, বিদায় Barcelona-র

Must read

মিউনিখ, ৯ ডিসেম্বর : পরের রাউন্ডে ওঠার জন্য প্রয়োজন ছিল জয়। কিন্তু বায়ার্ন (Bayern) মিউনিখের কাছে ০-৩ গোলের হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সেলোনা (Barcelona)। পরিসংখ্যান বলছে, দীর্ঘ ২১ বছর পর, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল কাতালান জায়ান্টদের। শেষবার এমন ঘটনা ঘটেছিল ২০০০-০১ মরশুমে। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে মাত্র চারবার নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল বার্সা (Barcelona)।

ম্যাচটা ড্র করলেও মেমফিস ডিপাইদের সামনে পরের রাউন্ডে যাওয়ার একটা ক্ষীণ সুযোগ ছিল। তবে সেক্ষেত্রে বেনফিকাকে হারতে হত। যদিও বুধবার রাতে ডায়নামো কিয়েভকে পরিষ্কার ২-০ গোলে হারিয়ে গ্রুপ ই-র দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় উঠে গেল বেনফিকা (৬ ম্যাচে ৮ পয়েন্ট)। বার্সেলোনা (৬ ম্যাচে ৭ পয়েন্ট) শেষ করল তৃতীয় স্থানে। সবক’টি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বায়ার্ন।

আরও পড়ুন-Virat Kohli এখনও দলের নেতা, বলে দিলেন রোহিত

বুধবার রাতের ম্যাচে বিরতির আগেই দু’গোল হজম করে বসেছিল বার্সা। ৩৪ মিনিটে রবার্ট লেয়নডস্কির সহায়তায় গোল করেন টমাস মুলার। ৪৩ মিনিটে বায়ার্নের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে। ৬২ মিনিটে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন বায়ার্নের তরুণ ফরোয়ার্ড জামাল মুসিয়ালা।

ম্যাচের পর বার্সা কোচ জাভির সাফাই, ‘‘বার্সেলোনা ক্লাব এই মুহূর্তে নতুন যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে আমরা কোনও লড়াই করতে পারিনি। এটাই বাস্তব। তবে বায়ার্নের বিরুদ্ধে হার দিয়েই বার্সায় নতুন যুগের সূচনা হল।’’ জাভি এর সঙ্গে আরও যোগ করেন, ‘‘হতাশায় ভেঙে পড়ার সময় এটা নয়। বরং আমাদের সবাইকে নতুন উদ্যমে লড়াই শুরু করতে হবে।’’

Latest article