মুম্বই, ২০ জুন : রোহিত শর্মাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়ার কোনও পরিকল্পনা নেই বিসিসিআইয়ের। আগে শোনা গিয়েছিল ভারত অধিনায়ককে বিশ্রাম দেওয়া হবে। কিন্তু সেই সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন-রথযাত্রার সময় ভাঙল বারান্দা, গুজরাটে মৃত ১
এক বোর্ড কর্তার কথায়, রোহিত সম্পূর্ণ ফিট। সুতরাং ক্যারিবিয়ান সফরের দল নির্বাচনে তাঁর নাম আলোচনায় উঠবেই। তাছাড়া একটা ভল ব্রেক পাওয়া হয়ে গিয়েছে রোহিতের। সুতরাং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যাও নেই। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনিই দলকে নেতৃত্ব দেবেন।
রোহিতের সাম্প্রতিক ফর্ম ভাল না হওয়ায় তাঁকে বিশ্রাম দেওয়ার কথা হাওয়ায় উড়ছিল। তবে একদিনের ম্যাচে তাঁকে নিয়ে কোনও সমস্যা নেই। গড় ৪৯. ২৭। গত ১৩টি ওয়ান ডে ইনিংসে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। শেষ পাঁচটি টেস্টেও রোহিতের গড় ৩৭.৫। তাই এত তাড়াতাড়ি রোহিতকে নিয়ে উদ্বেগের কারণ নেই।
আরও পড়ুন-রথযাত্রার সময় ভাঙল বারান্দা, গুজরাটে মৃত ১
বোর্ডের এক শীর্ষ কর্তার বক্তব্য হল, রোহিত আইপিএলে রান পাননি এটা ঘটনা। কিন্তু গত কয়েক মাসে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভাল। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি রয়েছে। ফলে এখনই ভারত অধিনায়কের ফর্ম নিয়ে প্রশ্ন তোলার কোনও কারণ নেই।
তবে এনসিএ-তে রিহ্যাব করা তিন ক্রিকেটার জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলের ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এঁরা সবাই এখনও বোর্ডের ফিজিও-ট্রেনারের নজরে রয়েছেন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভাল করতে না পারলেও চেতেশ্বর পূজারা নিজের জায়গা ধরে রাখবেন। কিন্তু পূজারার পাশেই আরও এক ব্যাটসম্যানকে রেখে দেওয়া হতে পারে। তিনি সরফরাজ খান। তবে উমেশ যাদব ওয়েস্ট ইন্ডিজ যেতে পারবেন কি না সেটা একটা প্রশ্ন।
আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনী দিয়েই বাংলায় পঞ্চায়েত ভোট: সুপ্রিম কোর্ট
তবে যা শোনা যাচ্ছে, রোহিত ও বিরাট টেস্ট এবং একদিনের সিরিজে খেললেও টি-২০ সিরিজে নাও থাকতে পারেন। বিশ্রাম দেওয়া হতে পারে শুভমন গিলকেও। সেক্ষেত্রে টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। তবে হার্দিককে টেস্ট দলে নিয়ে আসার কথাও ভাবনার স্তরে রয়েছে।