রথযাত্রার সময় ভাঙল বারান্দা, গুজরাটে মৃত ১

গুজরাট (Gujrat) আমদাবাদের দরিয়াপুরের একটি বাড়ির বারান্দা ভেঙে অঘটন। শেষ পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে

Must read

রথযাত্রার (Rathyatra) সময় গুজরাট (Gujrat) আমদাবাদের দরিয়াপুরের একটি বাড়ির বারান্দা ভেঙে অঘটন। শেষ পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। পুলিশ এই বিষয়ে জানিয়েছে, যে দু’তলা বাড়ি ভেঙে পড়েছে, সেটি অনেকটাই পুরনো। আহতদের খুব তাড়াতাড়ি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মেহুল পাঞ্চাল (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা জানা যায়নি।

আরও পড়ুন-‘ধিক্কার, ধিক্কার, ধিক্কার’ ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর

আজ মঙ্গলবার দেশজুড়ে রথযাত্রা পালন করা হচ্ছে। গুজরাটে ধুমধাম করে রথযাত্রা পালিত হচ্ছে। আমদাবাদের দরিয়াপুরে ১৪৬ বছরের পুরনো রথযাত্রা দেখার জন্য রাস্তায় দু’পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিলেন। বাড়ির বারান্দা, জানালায় অনেক মানুষ ছিলেন। সেইসময় বিপর্যয় নামে।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনী দিয়েই বাংলায় পঞ্চায়েত ভোট: সুপ্রিম কোর্ট

রিয়াপুরের দু’তলা একটি বাড়ির বারান্দা ভেঙে পড়ে। বারান্দায় সেই সময় কয়েকজন দাঁড়িয়েছিলেন। দরিয়াপুর থানার ইনস্পেক্টর জেএস চৌধুরী এই বিষয়ে জানিয়েছেন, ব্যালকনি থেকে কয়েকজন রথের শোভাযাত্রা দেখছিলেন। নীচে কয়েকজন দাঁড়িয়েছিলেন। সেইসময় হঠাৎ করেই ওই বারান্দা ভেঙে পড়ে। কয়েকজন আহত হয়েছেন।

Latest article