হায়দরাবাদ, ২৯ জানুয়ারি : গত দু’বছরে একের পর এক ভারতীয় ক্রিকেটার চোট পেয়েছেন। এই তালিকায় যেমন হার্দিক পান্ডিয়ার নাম রয়েছে, তেমনই রয়েছে জসপ্রীত বুমরা, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজারা। আর এই প্রসঙ্গে মুখ খুলেছেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের সাফ জানিয়েছেন, কীভাবে নিজেকে চোটমুক্ত রাখতে হয়, সেটা বিরাট কোহলিকে দেখে বাকিদের শেখা উচিত।
আরও পড়ুন-১৯ বিশ্বকাপে আজ ভারত বনাম নিউজিল্যান্ড
হায়দরাবাদ টেস্ট চলাকালীন প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিককে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘‘ বিরাট এতগুলো বছর ধরে খেলে চলেছে। ওকে কোনও দিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হয়নি। বাকিদের উচিত ওকে দেখে শেখা। দীর্ঘদিন ধরে খেলেও কীভাবে নিজেকে ফিট রাখতে হয়। চোট বাঁচিয়ে খেলতে হয়, তার সবথেকে বড় উদাহরণ তো আমাদের হাতের কাছেই রয়েছে। সেটা হল বিরাট।’’
কিং কোহলির ওয়ার্ক এথিক্সের প্রশংসা করার পাশাপাশি এই বয়সেও মাঠে নেমে বিরাটের একশো শতাংশ উজাড় করে দেওয়ার ব্যাপারে প্রশংসা করেছেন রোহিত। তিনি বলেন, ‘‘আমি বিরাটকে বহুদিন ধরে দেখছি। ও আজ যে জায়গায় পৌঁছেছে, তাতে খুব সহজেই একটা-দুটো সিরিজ হাল্কাভাবে খেলতে পারে। টিম ম্যানেজমেন্টকে বলতেই পারে, আমাকে নিজের মতো করে খেলতে দিন। কিন্তু ও সেটা করে না। বরং প্র্যাকটিসে বাকিদের মতোই কঠোর পরিশ্রম করে। সব সময় দলের পাশে থাকে। বাকিদের পরামর্শ দেয়। মজা করে। এতবড় মাপের ক্রিকেটার হয়েও সব সময় মাটিতে পা রেখে চলে।’’ রোহিতের সংযোজন, ‘‘বিরাটের প্রতিভা সবার হয় না। কিন্তু ওর সাফল্যের প্রতি খিদে, নিজেকে ফিট রাখার জন্য পরিশ্রম এবং নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা থেকে বাকিরা শিখতেই পারে।’’