মুম্বই, ১ মে : এক তরুণ ব্যাটারের ব্যাটে পাওয়ার দেখে তিনি অবাক এবং খুশি। তা সে যশস্বী জয়সওয়াল যতই প্রতিপক্ষ দলের খেলোয়াড় হন। রোহিত শর্মা বললেন, ‘‘আমি ওর ব্যাটে পাওয়ার দেখে অবাক হয়েছি।” একইসঙ্গে মুম্বই অধিনায়ক খুশি দলের জয়েও। মুম্বই রবিবারের ম্যাচে দুশো তাড়া করে জিতেছে।
আরও পড়ুন-ভিডিয়ো বার্তা দিয়ে আত্মহত্যা করলেন জনপ্রিয় কোরিওগ্রাফার চৈতন্য
যশস্বী ১৬টি চার ও ৮টি ছক্কায় ৬২ বলে ১২৪ রান করেছেন। তাঁর জন্যই ২১২/৭ তুলতে পেরেছিল রাজস্থান। কিন্তু এত রান করেও তারা ম্যাচ ধরে রাখতে পারেনি। রোহিত খেলার পর বলেন, ‘‘আমি ওকে আগের বছরও দেখেছিলাম। ও নিজের খেলাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। আমি ওকে জিজ্ঞেস করলাম কোথা থেকে এত পাওয়ার পেয়েছে। বলল জিম করে। এটা রাজস্থান ও ভারতের জন্য খুব ভাল।” প্রসঙ্গত, রোহিত তরুণ ব্যাটারের মধ্যে ভারতীয় দলে খেলার মশলাও দেখতে পাচ্ছেন।
আরও পড়ুন-উদ্ধার ১৩ কোটি টাকার সাপের বিষ, লেখা হয়েছে মেড ইনফ্রান্স
যশস্বী খেলার পর বলেছেন, যখন সেঞ্চুরি হল তিনি বুঝতে পারেননি বল কোথায় গেল! ‘‘আমি নিজের খেলার উন্নতির চেষ্টা করেছি। জোর দিয়েছিলাম প্রসেসের উপর। আর আমার জোর হল স্ট্রেট ড্রাইভ। এর উপর আমি অনেক খেটেছি।” তাঁর এই ইনিংস একা রোহিত কেন, ক্রিকেট মহলের প্রশংসা পেয়েছে। অনেকেই বলছেন ভবিষ্যতের এক তারকা উঠে এসেছে।
আরও পড়ুন-‘ও যত বিজেপিতে থাকবে, তত বিজেপি মায়ের ভোগে যাবে’ বিরোধী দলনেতাকে নিশানা অভিষেকের
এদিকে রোহিত আরও বলেছেন, দল যেভাবে বড় রান তাড়া করে তুলে ফেলল, তাতে তিনি খুশি। তাঁর দাবি, আগের ম্যাচেও রান তাড়া করে কাছাকাছি চলে এসেছিলেন। ‘‘ফলে এই রানটা যে তোলা যাবে, সেই বিশ্বাস তৈরি হয়েছিল। টিম ডেভিডের হাতে পাওয়ার আছে। এটা যে শেষমেশ দলকে সাহায্য করেছে, সেটাই ভাল।” বক্তব্য রোহিতের। এদিকে, জোফ্রা আর্চার দলে ফিরে এসে যেভাবে বল করলেন, তাতে মুম্বই অধিনায়ক অনেক পজিটিভ দেখতে পাচ্ছেন। ‘‘জোফ্রার বড় চোট ছিল। ওর ম্যাচ প্র্যাকটিসের দরকার ছিল। আর আমরা এটাও জানতাম যে সূর্যর জন্য বড় রান ধারেকাছেই অপেক্ষা করে আছে।”
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…