হায়দরাবাদ, ১৭ এপ্রিল : কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের রেশ পুরোপুরি কাটার আগেই ফের মাঠে নামতে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে। মঙ্গলবার রোহিত শর্মাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। মজার কথা, হায়দরাবাদও নিজেদের শেষ ম্যাচে কেকেআরকে হারিয়েছে!
আরও পড়ুন-ইনস্টাগ্রামে দাদাকে আনফলো বিরাটের
টানা দু’টি হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা মুম্বই, শেষ দুটো ম্যাচ জিতে ছন্দে ফিরেছে। কেকেআর ম্যাচে জয় ছাড়াও মুম্বই শিবিরের প্রাপ্তি সূর্যকুমার যাদব ও ঈশান কিশানের রান পাওয়া। বিশেষ করে, সূর্যর খারাপ ফর্ম রীতিমতো চিন্তায় রেখেছিল টিম ম্যানেজমেন্টকে। রানে ফিরতে পেরে খুশি সূর্যকুমারও। রোহিতের অনুপস্থিতিতে কেকেআর ম্যাচে তিনিই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সূর্য বলছেন, ‘‘নাইট রাইডার্স ম্যাচের ফর্ম বাকি ম্যাচগুলোতেও ধরে রাখতে চাই। গত বছরটা আমাদের খুব খারাপ কেটেছে। এবার সেটা যাতে না হয়, সেই চেষ্টাই করব। জেতা একটা অভ্যাস। এই অভ্যাস হায়দরাবাদ ম্যাচেও বজায় রাখতে হবে।’’
আরও পড়ুন-‘এ রাজ্যে এই নিয়ম মানা হবে না’ কেন্দ্রের আধার-সমীক্ষার নির্দেশকে নিশানা মুখ্যমন্ত্রীর
এদিকে, হায়দরাবাদ শিবিরকে স্বস্তি দিচ্ছে হ্যারি ব্রুকের ফর্ম। ইংরেজ ওপেনার প্রথম কয়েকটা ম্যাচে রান পেয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু ইডেনে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে সঠিক সময়ে ফর্মে ফিরেছেন। কেকেআরের বিরুদ্ধে ব্রুক যেভাবে খুনে মেজাজে ব্যাট করেছেন, সেই ইনিংসের পুনরাবৃত্তি মুম্বই ম্যাচেও তাঁর কাছ থেকে চাইছে দল। ফর্মে রয়েছেন এইডেন মার্করামও। সঙ্গে দারুণ নেতৃত্বও দিচ্ছেন। বোলিংয়ে হায়দরাবাদের বড় ভরসা ভুবনেশ্বর কুমার, মার্কো জেনসেন, উমরান মালিকদের মতো পেসাররা। তাই রোহিতদের কাজটা মোটেই সহজ হবে না।