খেলা

ওভাল-ক্ষত মোছার লড়াই রোহিতদের, আজ শুরুতে যশস্বী, ভাবনায় ঈশান-উনাদকাট

রোসেউ, ১১ জুলাই : উইন্ডসর পার্ক স্টেডিয়ামের দুটি প্রান্তের একটির নাম রিভার এন্ড। অন্যটি পরিচিত বোটানিকস গার্ডেনস এন্ড বলে। প্রশ্ন হল, এই দুই প্রান্ত থেকে নতুন বলে কারা বল করবেন ক্যারিবিয়ান ব্যাটারদের? মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর নিশ্চিত। তৃতীয় সিমার জয়দেব উনাদকাট নাকি নতুন মুখ মুকেশ কুমার? যা শোনা যাচ্ছে তাতে সৌরাষ্ট্রের দীর্ঘকায় পেসার অভিজ্ঞতায় এগিয়ে বলে তিন নম্বর সিমার হিসাবে দলে আসবেন। ফলে আরও কিছুটা অপেক্ষা করতে হবে বাংলার স্পিডস্টারকে।

আরও পড়ুন-কড়া শাস্তির মুখে ব্রিজভূষণ

দুই টেস্টের এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু করছেন রোহিত শর্মারা। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম বল পড়বে উইন্ডসর পার্কে। মূলত ক্রিকেট হলেও এখানে ফুটবল ম্যাচ হয়। তা ছাড়া ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল, ক্যালিপসো কম্পিটিশন— এসব এখানে লেগেই থাকে। মাঠময় সবুজের সমারোহ। একনজরে বেশ সাজানো-গোছানো স্টেডিয়াম এটি।
২০১১-র জুলাই মাসে ভারতের সঙ্গে ম্যাচ দিয়ে টেস্ট ভেনু হিসাবে জায়গা করেছিল ডমিনিকা। শেষবার টেস্ট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, ২০১৭-তে। উইন্ডসর পার্কে লোক ধরে ১২ হাজার। আইসিসি স্ট্যান্ডার্ড এই মাঠে প্রাইভেট বক্স, মিডিয়া সেন্টার, প্র্যাকটিস নেট ছাড়াও রয়েছে পাঁচটি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের আর পাঁচটা ক্রিকেট মাঠের মতো এখানেও প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে। তবে পেস-বাউন্স কতটা আছে, সেটা দেখতে হবে।

আরও পড়ুন-ট্রায়ালে প্রথম, এশিয়াডে দীপা

ক্যারিবিয়ানরা রাকিম কর্ণওয়ালকে দুবছর বাদে দলে ফিরিয়েছে। ফিরেছেন স্পিনার জোমেল ওয়ারিকানও। এ ছাড়া অ্যালেক আথাঞ্জে আর কির্ক ম্যাকেনজি বলে দুটি নতুন মুখকেও বেছে নিয়েছে তারা। বোঝা যাচ্ছে বিশ্বকাপে জায়গা না পেয়ে এই সিরিজে জোর দিয়েছে ক্যারিবিয়ান বোর্ড। ক্রেগ ব্রেথওয়েটের দলের কাছে এখন হারানো সম্মান পুনরুদ্ধারের চেষ্টাই গুরুত্বপূর্ণ। জেসন হোল্ডার, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফের মতো সিনিয়রদের সামনে তাই নতুন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ জুনিয়র চন্দ্রপলের কাছেও। বাবা শিবের সঙ্গে বিরাট কোহলি খেলেছিলেন। এবার ছেলের সঙ্গেও খেলবেন।

আরও পড়ুন-কলকাতা মেট্রোয় একসঙ্গে ঝাঁপ যুগলের

যা খবর, তাতে তিনে শুভমন গিল চেতেশ্বর পূজারার জায়গা নেবেন। আর রোহিতের সঙ্গে শুরুতে আসবেন যশস্বী জয়সোয়াল। বার্বাডোজে প্রস্তুতি ম্যাচে মুম্বই ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন। কোচ রাহুল দ্রাবিড় যশস্বীর ব্যাটিংয়ে সন্তুষ্ট। চার ও পাঁচে বিরাট এবং রাহানে। এ ছাড়া উইকেটের পিছনে কেএস ভরতের জায়গা না হওয়ারই সম্ভাবনা। প্রচুর সুযোগ পেয়েও তিনি নিজের জায়গা সুরক্ষিত করতে পারেননি। উইন্ডসর পার্কে ভরতকে খুব সম্ভবত জায়গা ছেড়ে দিতে হবে ঈশান কিশানকে। ভারতীয় দলের নতুন ড্রিল অর্থাৎ একহাতে ক্যাচ নেওয়ার প্রাকটিসে স্লিপ ক্যাচারদের সঙ্গে সমানতালে তাল মিলিয়েছেন ঝাড়খণ্ড কিপার।

আরও পড়ুন-‘বিরোধীদের ‘NO VOTE TO MAMATA’ প্রচারাভিযানকে ‘NOW VOTE FOR MAMATA’-এ রূপান্তর করার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ’ বার্তা অভিষেকের

শুকনো উইকেটে বল ঘুরবে ধরে নিয়ে ডেসমন্ড হেইন্সের ক্যারিবিয়ান নির্বাচক কমিটি বাড়তি স্পিনার রেখেছে। ভারতের কাছে অবশ্য খুব বেশি ভাবনার সুযোগ নেই। জাদেজার সঙ্গী হবেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে অক্ষর প্যাটেলকে বাইরেই থাকতে হবে। ওভালে হারের পর এই প্রথম মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল।

Jago Bangla

Recent Posts

SIR: সফটওয়ার ইনটেনসিভ রিগিং! সুপ্রিম নির্দেশের পরে কমিশনের স্বচ্ছ্বতার দাবিতে সরব তৃণমূল

“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…

41 seconds ago

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

32 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

52 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago