রোনাল্ডিনহোর হাতে অভিষেকদের দুর্গামূর্তি

Must read

চিত্তরঞ্জন খাঁড়া: মঙ্গলবার দুপুর ২-৪৮ মিনিট। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাটানগর স্টেডিয়ামে পৌঁছলেন। কয়েক মিনিটের মধ্যে সেখানে পা রাখলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রাজিলীয় ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho Gaucho)। বলে শট মেরে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ও শ্রীভূমি এফসি-র মধ্যে প্রীতি ম্যাচের কিক অফ করলেন। সাম্বা সুপারস্টারের সম্মানে ব্রাজিলের জাতীয় সঙ্গীত বাজল। তরুণীরা সাম্বা নাচলেন। বাটা মাঠে কয়েক হাজার সমর্থকের উচ্ছ্বাসের বাঁধ ভাঙল। পুজোর বাংলায় রোনাল্ডিনহো ফিভার। সঙ্গে আবার অভিষেক। তৃতীয়ায় জমজমাট বাটানগর।
মহেশতলা দেখেছিল ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকে। অভিষেকের সৌজন্যে এলাকাবাসী এবার মাতল সাম্বা ম্যাজিশিয়ানে। কয়েক হাজার মাইল দূরের এক দেশে এসে ব্রাজিল ও ফুটবল নিয়ে আবেগের বিস্ফোরণ দেখে রোনাল্ডিনহো বলেই দিলেন, আমি খুব খুশি হয়েছি এখানে ফুটবল নিয়ে উন্মাদনা দেখে। জানতাম না এখানে এত সমর্থক আমার দেশের।
রোনাল্ডিনহো (Ronaldinho Gaucho) মাঠে নামার আগেই প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী ফুটবলারদের সঙ্গে পরিচিত হন অভিষেক। স্থানীয় সাংসদেরই ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র সঙ্গে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির মধ্যে ম্যাচ ঘিরেই ছিল যাবতীয় আয়োজন। ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্ব সারার সময়ই বেলুন, রাংতা উড়িয়ে, কৃত্রিম ধোঁয়া ছড়িয়ে জনপ্রিয় সাংসদকে অভ্যর্থনা জানানো হয়। রোনাল্ডিনহো মাঠে প্রবেশ করতেই ফুটবলার ও খুদেদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যদিও নিরাপত্তার বজ্র আঁটুনি এবং ডায়মন্ড হারবার ক্লাবের নিখুঁত আয়োজনে কোনও তাল কাটেনি। অভিষেকের সঙ্গে মাঠের এক প্রান্তের গোল পোস্টের কাছে গিয়ে বলে শট মেরে ‍‘ম্যাচ ফর ইউনিটি’-র সূচনা করেন রোনাল্ডিনহো। উচ্ছ্বাসের গগনভেদী চিৎকারের মধ্যে মাঠের ব্যারিকেডের ধারে তখন সমবেত স্লোগান, ‍‘রোনাল্ডিনহো, উই ওয়ান্ট টু সি ইউ প্লে’। দু’বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের ফুটবল শৈলী দেখার আশা অবশ্য পূর্ণ হয়নি ভক্তদের।
রোনাল্ডিনহোর কিক অফের পরেও ম্যাচ শুরু হয় কিছুক্ষণ পর। তরুণীদের সাম্বা নাচ মুগ্ধ হয়ে দেখলেন ব্রাজিলীয় মহাতারকা। মঞ্চে অতিথির আসনে তখন সুজিত বসু, ডেরেক ও’ব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, স্থানীয় পুরপিতা দুলাল দাস-সহ বিশিষ্টরা। ডায়মন্ড হারবারের তরফে কোচ কিবু ভিকুনা উত্তরীয় পরিয়ে দেন রোনাল্ডিনহোকে। কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায় উপহার দেন দুর্গার মূর্তি। এছাড়াও ক্লাবের আজীবন সদস্যপদ সংবলিত কিট এবং জার্সি তুলে দেওয়া হয় ব্রাজিলীয় কিংবদন্তির হাতে। ডায়মন্ড হারবার আই লিগে যে বলে খেলবে, সেই বলেও স্বাক্ষর করেন রোনাল্ডিনহো। পাশাপাশি ব্রাজিলের একাধিক জার্সিতেও স্বাক্ষর করেন বিশ্বজয়ী ফুটবলার। অধিনায়ক অভিষেক দাসও ১০ নম্বর জার্সি তুলে দেন রোনাল্ডিনহোর হাতে। সংবর্ধনা দেওয়া হয় অভিষেককেও। ডায়মন্ড হারবার এফসি-র কর্ণধারকেও দুর্গার মূর্তি এবং ক্লাবের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এর ফাঁকেই অভিষেকের সঙ্গে কথা হয় রোনাল্ডিনহোর।
প্রীতি ম্যাচের আগে দারুণ একটি আবহ তৈরি হয় জাতীয় সঙ্গীত বাজার সময়। ভারতের জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর রোনাল্ডিনহোর সম্মানে ব্রাজিলেরও জাতীয় সঙ্গীত বাজল। ব্রাজিলীয় মহাতারকা দেশের জাতীয় সঙ্গীতে গলা মেলালেন। এরপর প্রদর্শনী ম্যাচ শুরু হয়। কিবু ভিকুনার প্রশিক্ষণে ডায়মন্ড হারবার তাদের সেরা ফুটবলারদেরই সেভেন সাইড ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে খেলাল। নতুন রিক্রুট জবি জাস্টিনকেও দেখে নিলেন কিবু। সুজিত বসুর শ্রীভূমিকে প্রীতি ম্যাচে দাঁড়াতেই দেয়নি কলকাতা প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল ডায়মন্ড হারবার। ২০ মিনিট করে খেলা হয় দুই অর্ধে। সুপ্রতীপ বাড়ুইয়ের গোলে ১-০ ব্যবধানে জেতে ডায়মন্ড হারবার।
ম্যাচের পর দু’দলের ফুটবলারদের সংবর্ধনা অভিষেকের। তুহিন শিকদার, অভিষেক দাস, সাকলাইন মুস্তাকদের হাতে স্মারক তুলে দেন ডায়মন্ড হারবারের সাংসদ। কোচ কিবুকে জড়িয়ে ধরে অভিবাদন জানালেন অভিষেক। সামনের আই লিগের জন্য দলকে শুভেচ্ছাও জানালেন।

আরও পড়ুন- হামাসের হামলা নিয়ে মুসলিম দেশগুলি এখনও চুপ কেন? সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী

Latest article