প্রতিবেদন : লক্ষ্য পুজো-উপহার। বস্ত্রবিতরণ। আমজনতার সঙ্গে জনসংযোগ। তৃতীয়ার দুপুরে বাটা স্টেডিয়ামে এর সঙ্গে যোগ হল বিশ্বজয়ী বিশ্বকাপারের উজ্জ্বল উপস্থিতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহোকে (Ronaldinho- Abhishek Banerjee) সঙ্গে নিয়ে মাঠে নামছেন, তখন সমুদ্র-গর্জনে কানপাতা দায়। রোনাল্ডিনহো (Ronaldinho- Abhishek Banerjee) শুধু নামলেন না, খেললেনও। ডায়মন্ড হারবার এফসি-সহ মাঠে উপস্থিত ফুটবলারদের সঙ্গে পরিচিত হয়ে উৎসাহিত করলেন তাঁদের। অভিষেক তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। মন্ত্রী সুজিত বোস সঙ্গে করে নিয়ে এসেছেন রোনাল্ডিনহোকে। পরে অভিষেক বললেন, আমরা কথা দিলে কথা রাখি। আমরা কাজে বিশ্বাসী। ১০ বছর আগেও কেউ ভাবতে পারেনি ডায়মন্ড হারবারের নিজস্ব টিম হবে। যে টিম খেলতে খেলতে আজ আইএসএল খেলার পথে। আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্মকে ঢাল করেও রাজনীতি করি না। সকল ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করি। আমাদের একটাই ধর্ম— মানব ধর্ম। উৎসবের মরশুমে সকলের কাছে আবেদন, পুজোর এই ক’টা দিন আপনারা শান্তি-সম্প্রীতি-শক্তি ও উন্নয়নের আরাধনায় কাটাবেন। তাঁর সংযোজন, আমি গত দু’বছর ধরে সেভাবে আর পুজো উদ্বোধন করি না। এই বছর কিছু উপহার আপনাদের জন্য এনেছি। আপনারা গ্রহণ করলে কৃতজ্ঞ থাকব। তবে আগামী বছর থেকে আপনাদের আর এসে উপহার নিতে হবে না। আমার প্রতিনিধি আপনাদের বাড়িতে উপহার পৌঁছে দেবে। ২০১৪-তে সাংসদ হওয়ার পর আমার সাংসদ তহবিলের টাকা ও রাজ্য সরকারের থেকে যতটা পেরেছি অর্থ এনে ডায়মন্ড হারবারের উন্নয়নের চেষ্টা করেছি। কী করতে পেরেছি তার খতিয়ান দিয়ে প্রত্যেক বছর পুস্তিকা বের করেছি। যা দেশে কেউ পারেনি। আপনাদের ভাল রাখা ও উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।
আরও পড়ুন- এখন থেকে ‘বস্তি’ নয়, ‘উত্তরণ’: ঘোষণা মুখ্যমন্ত্রীর