লন্ডন, ৬ ডিসেম্বর : একজন সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে রোজ গোল করছেন। অন্যজন আমেরিকার ফুটবল লিগে ইন্টার মায়ামির হয়ে মাতাচ্ছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি পড়ন্ত বেলাতেও আগের মতোই নজর কাড়ছেন ভক্তদের। মেসি কয়েকদিন আগে টাইমসের বিচারে বর্ষসেরা অ্যাথলিট হয়েছেন। টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর ছবি বেরিয়েছে অ্যাথলিট অফ দ্য ইয়ার বলে। এবার রোনাল্ডোও তাঁকে পিছনে ফেলে দিলেন উইকিপিডিয়ার সার্চের হিসাবে। সিআর সেভেন যেখানে ১৪তম স্থান পেয়েছেন, সেখানে মেসি আছেন ঠিক পরের ধাপে।
আরও পড়ুন-খাড়্গের নৈশভোজে নেই তৃণমূল
উইকিমিডিয়া ফাউন্ডেশনের সর্বশেষ তালিকায় দেখা গিয়েছে উইকিপিডিয়া সার্চে রোনাল্ডো যেখানে ১৭, ৪৯২,৫৩৭ ভিউ পেয়েছেন, সেখানে মেসি পেয়েছেন ১৬,৬২৩,৬২০ ভিউ। প্রথম ২৫ জন সার্চে থাকা ব্যাক্তিত্বের মধ্যে রোনাল্ডো যেখানে ১৪ নম্বরে, সেখানে মেসি আছেন তাঁর একধাপ পিছনে। মেসি টাইম ম্যাগাজিনের সেরা অ্যাথলিট হওয়ার আগে অষ্টমবার ব্যালন ডি’অর পেয়েছেন। তার আগে ২০২২-এ আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন অধিনায়ক মেসি। রোনাল্ডোর জন্য অবশ্য বছরটা খুবই চ্যালেঞ্জিং কেটেছে। তিনি ব্যাল ডি’অরের র্যাঙ্কিংয়ে ৩০ জনের মধ্যেও ছিলেন না।