কাভানির গোলে হার বাঁচালেন রোনাল্ডোরা

৭১ মিনিটে সেই কাভানিই গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন। এই ড্রয়ের সুবাদে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে রইল ম্যান ইউ।

Must read

ম্যাঞ্চেস্টার, ২৮ ডিসেম্বর : বছরের শেষটা জয় দিয়ে করতে ব্যর্থ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আরও স্পষ্ট করে বলতে গেলে, এডিনসন কাভানির গোলে ইংলিশ প্রিমিয়ার লিগ তালিকার ১৯ নম্বরে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে হার বাঁচালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা!
রোনাল্ডো নিজেও হতাশ করেছেন। গোল করা তো দূরের কথা, ম্যাচের ৫৭ মিনিটে নিউক্যাসলের মিডফিল্ডার রায়ান ফ্রেজারকে বাজেভাবে ফাউল করে হলুদ কার্ড দেখেন সিআর সেভেন। রেফারি লাল কার্ড দেখালেও কিছু বলার ছিল না!

আরও পড়ুন-বোল্যান্ডের স্বপ্নের স্পেল, অ্যাসেজ অস্ট্রেলিয়ারই

ঘরের মাঠে খেলা শুরুর ৭ মিনিটেই পিছিয়ে পড়েছিল ম্যান ইউ। সতীর্থ শন লংস্টাফের পাস থেকে বল পেয়ে দিওগো দালোত ও হ্যারি ম্যাগুয়েরকে টপকে ডান পায়ে জোরালো শটে গোল করেন নিউক্যাসলের ফরাসি উইঙ্গার অ্যালেন সাঁ ম্যাক্সমাঁ। এরপর অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারছিল না ম্যান ইউ। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে, দ্বিতীয়ার্ধে কাভানিকে মাঠে নামিয়ে দেন ম্যান ইউ কোচ র‍্যালফ রাংনিক। ৭১ মিনিটে সেই কাভানিই গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন। এই ড্রয়ের সুবাদে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে রইল ম্যান ইউ।

Latest article