রিয়াধ, ১ অগাস্ট : ছয় ম্যাচ পর গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন রেকর্ডও গড়লেন। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে তিউনিসিয়ার ক্লাব ইউএস মোনাস্তিরকে ৪-১ গোলে হারিয়েছে আল নাসের। খেলার ৭৪ মিনিটে দুরন্ত হেডে দলের দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো।
আরও পড়ুন-৩৭ ওভারেই নতুন বল! আইসিসি-র হস্তক্ষেপ চান ক্ষুব্ধ খোয়াজা
আর এই গোল করার সঙ্গে সঙ্গেই নতুন নজির গড়েছেন পর্তুগিজ মহাতারকা! ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি গার্ড মুলারের রেকর্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেডে ১৪৪টি গোল করেছিলেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মান দলের সদস্য মুলার। রোনাল্ডো এটি হেডে ১৪৫তম গোল। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ফুটবল সম্রাট পেলে (হেডে ১২৪টি গোল)।
আরও পড়ুন-ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে সাড়ে ৯ হাজারের বেশি আবেদন, শিল্পের সমাধান দারুণ সাড়া
ম্যাচের ৪২ মিনিটে টালিস্কার গোলে এগিয়ে গিয়েছিল আল নাসের। ৬৬ মিনিটে আল লাজমির আত্মঘাতী গোলে সমতা ফেরায় মোনাস্তির। এরপর রোনাল্ডোর গোলে ব্যবধান বাড়ায় আল নাসের। রোনাল্ডো এদিন ৬১ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন। ৮৮ ও ৯০ মিনিটে আল নাসেরের বাকি দু’টি গোল করেন আবদুল্লাহ আল-আমিরি ও আব্দুলআজিজ সৌদ আল এলেওয়াই। এই জয়ের সুবাদে দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল আল নাসের। ম্যাচের পর রোনাল্ডো ট্যুইট করেন, ‘‘দারুণ জয়। গোল করতে পেরে খুশি। আমরা গ্রুপের শীর্ষে উঠলাম।’’