টোকিও, ২৪ জুলাই : গত মরশুমে সৌদি প্রো লিগে ১৪টি গোল করলেও আল নাসেরকে চ্যাম্পিয়ন করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। শুধু তাই নয়, পেশাদার কেরিয়ারে প্রথমবার কোনও ট্রফি ছাড়াই মরশুম শেষ করেছিলেন পর্তুগিজ মহাতারকা। নতুন মরশুমে তাই ক্লাবকে ট্রফি জেতানোই প্রধান লক্ষ্য। সাফ জানাচ্ছেন রোনাল্ডো।
আরও পড়ুন-শেষ মুহূর্তের ভুলে ইস্টবেঙ্গলের ড্র
এই মরশুমে আল নাসেরের কোচের দায়িত্বে রয়েছেন ব্রাজিলের লুইস কাস্ত্রো। ইন্টার মিলান থেকে ব্রজোভিচ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যালেক্স তেলেস এবং ফরাসি ক্লাব লাঁস থেকে সেকো ফোফাঁনার মতো ফুটবলারদের নেওয়া হয়েছ। রোনাল্ডো বলছেন, ‘‘আমাদের দল এবার আরও শক্তশালী। দুর্দান্ত একটা মরশুম কাটানোর জন্য মুখিয়ে রয়েছি। গত মরশুমে কোনও ট্রফি জিততে পারিনি। এবার ক্লাবকে সম্ভাব্য সব ক’টি ট্রফি জেতাতে চাই।’’
আরও পড়ুন-ঝোড়ো টেস্ট হাফ সেঞ্চুরিতে তৃপ্ত ঈশান, পরামর্শ দেন ঋষভও
প্রসঙ্গত, পিএসজি ও ইন্টার মিলানের বিরুদ্ধে দু’টি প্রি-সিজন ফ্রেন্ডলি খেলতে জাপানে পৌঁছেছে আল নাসের। এর আগে লিসবনে প্রি-সিজন ফ্রেন্ডলি ম্যাচে পর্তুগালের বেনফিকা এবং স্পেনের সেল্টা ভিগোর কাছে বড় ব্যবধানে হেরেছিল আল নাসের। রোনাল্ডোও গোল পাননি। যদিও তিনি বলছেন, ‘‘আমাদের প্রস্তুতি খুব ভাল হচ্ছে। জাপানের মাটিতে প্রথমবার আল নাসেরের জার্সিতে পিএসজি ও ইন্টার মিলানের বিরুদ্ধে খেলব। আমি উত্তেজিত।’’