শেষ মুহূর্তের ভুলে ইস্টবেঙ্গলের ড্র

তবুও ৯০ মিনিটে দীপের দুরন্ত গোলে তিন পয়েন্টের স্বপ্ন দেখেছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু নিশাদের হাস্যকর ভুলে সেই স্বপ্নের ইতি!

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে টানা দু’ম্যাচ জেতার পর বিএসএসের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। অথচ খেলার ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে অনবদ্য গোল করে লাল-হলুদকে এগিয়ে দিয়েছিলেন দীপ সাহা। কিন্তু গোলকিপার নিশাদের ভুলে ৯৭ মিনিটে সেই গোল শোধ করে দেন বিএসএসের সৌরভ সেন। বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন নিশাদ। ফাঁকা গোলে বল ঠেলে দিতে কোনও ভুল করেননি সৌরভ। ফলে ম্যাচ ১-১ শেষ হয়।

আরও পড়ুন-ঝোড়ো টেস্ট হাফ সেঞ্চুরিতে তৃপ্ত ঈশান, পরামর্শ দেন ঋষভও

রবিবার রাত সওয়া দুটো নাগাদ শহরে পৌঁছে গিয়েছিলেন লাল-হলুদের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত। হোটেলে ফিরে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই সোজা নৈহাটি স্টেডিয়ামে দলের খেলা দেখতে পৌঁছে যান তিনি। দুই সহকারীকে নিয়ে গ্যালারিতে বসে গোটা ম্যাচ দেখলেন কুয়াদ্রাত। তবে দলের খেলা দেখে স্প্যানিশ কোচের মন কতটা ভরল, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

আরও পড়ুন-খেলব শুনে চমকে গিয়েছিলাম : মুকেশ

খেলার শুরু হওয়ার মিনিট পনেরোর মধ্যেই দশজনে হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। বিপক্ষের এক ফুটবলারকে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখেন আগের ম্যাচে বিশ্বমানের গোল করা তুহিন দাস। ফলে প্রায় পুরো ম্যাচটাই ১০ জনে খেলতে হয়েছে লাল-হলুদকে। তার উপরে প্রবল বৃষ্টিতে মাঠ কর্দমাক্ত হয়ে পড়ায় স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি বিনো জর্জের ফুটবলাররা। তবুও বিরতির আগেই গোটা দুয়েক গোলের সুযোগ তৈরি হয়েছিল। যা কাজে লাগাতে পারেননি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। তবুও ৯০ মিনিটে দীপের দুরন্ত গোলে তিন পয়েন্টের স্বপ্ন দেখেছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু নিশাদের হাস্যকর ভুলে সেই স্বপ্নের ইতি!

Latest article