ম্যাঞ্চেস্টার, ২৬ জুলাই : অবশেষে ওল্ড ট্র্যাফোর্ডে পা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের ভবিষ্যৎ নিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তাদের সঙ্গে বৈঠকও করলেন। তবে জট কতটা কাটল, তা নিয়ে ধোঁয়াশা বজায় রইল! সোমবার সন্ধ্যায় পর্তুগাল থেকে ইংল্যান্ডে উড়ে এসেছিলেন রোনাল্ডো। মঙ্গলবার তিনি হাজির হন ক্লাবের অনুশীলন মাঠ কেরিংটনে। তাঁর সঙ্গে ছিলেন এজেন্ট জর্জ মেন্ডিস। অন্যদিকে, ম্যান ইউয়ের তরফ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন অন্যতম শীর্ষ কর্তা রিচার্ড আর্নল্ড এবং কোচ এরিক টেন হ্যাগ। পাশাপাশি সিআর সেভেনের প্রাক্তন গুরু তথা মেন্টর স্যার অ্যালেক্স ফার্গুসন এদিনের বৈঠকে যোগ দিয়েছিলেন। উপস্থিত ছিলেন ক্লাবের আরও এক প্রাক্তন কিংবদন্তি ফুটবলার ব্রায়ান রবসনও।
আরও পড়ুন-বাংলাকে ট্রফি দিতে চান লক্ষ্মী
ফুটবলার হিসেবে রোনাল্ডোর বেড়ে ওঠার পিছনে বড় অবদান রয়েছে ফার্গুসনের। ওল্ড ট্র্যাফোর্ডে টানা ছ’টি মরশুম পর্তুগিজ মহাতারকা স্যার ফার্গির কোচিংয়ে খেলেছেন। এমনকী, গত মরশুমে ম্যান ইউয়ে রোনাল্ডোর যোগদানের পিছনেও ছিলেন এই কিংবদন্তি কোচ। এদিনের বৈঠকেও রোনাল্ডোকে ম্যান ইউয়ে থেকে যাওয়ার জন্য বোঝান ফার্গুসন। কোচ টেন হ্যাগও খোলাখুলি জানিয়েছেন, নতুন মরশুমে তাঁর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ রোনাল্ডো। কিন্তু সিআর সেভেন এখনও ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনড়। তিনি সাফ জানিয়ে দেন, ইউরোপা লিগ নয়, তিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এমন ক্লাবেই খেলতে আগ্রহী।