দিন গিয়েছে তাই রিকশা নিয়েই দেশের পথে রূপ

Must read

সংবাদদাতা, হুগলি : অবলুপ্তির পথে হাতে টানা রিকশা (Handpulled rickshaw)। কলকাতায় এক সময়ে এ-পাড়া ও-পাড়া যাতায়াতে বা মালপত্র পরিবহণে এই রিকশাই ছিল মানুষের একমাত্র সম্বল। আর বৃষ্টিতে জল জমলে তো কথাই নেই। এখন আর কলকাতার রাস্তায় সেভাবে শোনা যায় না হাতে বাজানো ঘণ্টির টুং টুং। অটো-টোটোর যুগে আর আয় নেই রিকশা টেনে। কিন্তু ৩০ বছরের সঙ্গীকে ছাড়তে নারাজ বিহারের পাটনার বাসিন্দা রূপ যাদব। তাই কলকাতার ভবানীপুর থেকে পায়ে হেঁটে রিকশা নিয়েই পাড়ি দিলেন বিহারের উদ্দেশে। রূপ যাদব তিন দশক কলকাতায় রিকশা চালিয়েছেন। এখন আর কেউ ওঠে না রিকশায়। তাই কলকাতার ইতিহাসকে সঙ্গে নিয়েই পাড়ি দিলেন দেশে। বললেন, ৩০ বছর কলকাতায় রিকশা (Handpulled rickshaw) চালিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মদন মিত্রের সাহায্যে এই রিকশাটি পেয়েছিলেন। এখন মানুষ আর হাতেটানা রিকশায় উঠতে চায় না। তাই বিহারে ফিরে যাচ্ছেন। সেখানে চাষবাস করে জীবন চালাবেন। সঙ্গে নিচ্ছেন বিস্কুট আর বোতল-ভরা জল। কলকাতা ছাড়তে খারাপ লাগলেও জীবন চালাতে আর কোনও উপায় নেই।

আরও পড়ুন- বিদ্বেষবিষনাশী ছাত্র আন্দোলন আগামীর পথ দেখাবে

Latest article