রাজ্যপালের ‘পিস ট্রেন’-কে তীব্র কটাক্ষ তৃণমূলের

Must read

প্রতিবেদন : রাজভবনে ‘পিস রুম’-এর পর এবার রাজ্যপালের মুখে ‘পিস ট্রেন’ (Peace Train)। পিস ট্রেনের কথা শুনেই রাজ্যপালকে তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস (TMC)। কটাক্ষের সুরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, উনি পিস ট্রেনের কথা বলছেন, তার মানে কি ধরে নিতে হবে গোটা দেশে যত ট্রেন চলে তা সব অশান্তির ট্রেন? আসলে রাজ্যপাল (Governor CV Ananda Bose) বিজেপির সুরে কথা বলছেন, রাজভবনে বসে বিজেপির দালালি করছেন। তৃণমূলের আরও অভিযোগ, এর আগে তিনি রাজভবনের নাম ব্যবহার করে সরকারি টাকায় নিজের বই প্রকাশ করেছিলেন। কার টাকায় তিনি এই কাজ করেছিলেন তার তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল। এদিন পিস ট্রেনের প্রসঙ্গে রাজ্যপালকে আক্রমণ করে দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এই রাজ্যপাল বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন। সাংবিধানিক পদে বসে তিনি সংবিধানবিরোধী কাজ করছেন। পিস ট্রেনের (Peace Train) কথা বলে নজর ঘোরানোর আগে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দিন। প্রমাণ করুন ওই অভিযোগ মিথ্যে। রাজ্যপাল হওয়ার পর এতবার বিমানযাত্রা করেছেন কার টাকায়? ক’টা ফ্লাইটের টিকিট কেটেছেন? সেই টিকিটে কারা বিমানযাত্রা করেছেন? তার সব হিসেব আগে উনি দিন।

আরও পড়ুন- বিদ্বেষবিষনাশী ছাত্র আন্দোলন আগামীর পথ দেখাবে

Latest article