সংসদে ফিরছেন রাহুল গান্ধী, খুশিতে মিষ্টিমুখ INDIA জোটের

Must read

সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সুপ্রিম কোর্টের তরফে রাহুলের শাস্তির উপর স্থগিতাদেশ জারি করার পরই লোকসভার সাংসদ পদ ফিরে পেলেন তিনি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে সাংসদ পদ ফিরিয়ে দিলেন। এই খুশিতে মিষ্টিমুখ করল INDIA জোট। উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব, অধীর রঞ্জন চৌধুরী, সঞ্জয় রাউত সহ প্রমুখ।

সোমবার সকালে স্পিকারের সচিবালয় থেকে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার বিষোয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। মোদি পদবি অবমাননা মামলায় সুরাত আদালতে দোষী সাব্যস্ত রাহুলকে দু’বছরের কারাদণ্ড দেওয়ায় তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। শুক্রবার সুরাত আদালতের দেওয়া সেই শাস্তির নির্দেশেই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ফলে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিরধীরা যে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে, তাতে অংশ গ্রহণ করতে পারবেন রাহুল।

প্রসঙ্গত, রাহুলের সাজার উপর গত সপ্তাহে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এর আগে গত ২৩ মার্চ রাহুলকে মোদি পদবিধারীদের মানহানির মামলায় গুজরাতের সুরাতের আদালত দু বছর কারাবাসের সাজা দেওয়ার পরদিনই তাঁর লোকসভার সদস্যপদ কেড়ে নিয়েছিলেন স্পিকার। এমনকী সরকারি বাংলোও ছেড়ে দিতে বলা হয়েছিল।

আরও পড়ুন- বিদ্বেষবিষনাশী ছাত্র আন্দোলন আগামীর পথ দেখাবে

Latest article