সংবাদদাতা, অশোকনগর : কথা রাখলেন। নজির তৈরি করলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিরোধীরা সুস্থভাবে মনোনয়ন জমা দিতে পারবেন। কোনও সমস্যা হলে তিনি তাঁদের সহযোগিতা করবেন। সেই কাজ তিনি করে দেখালেন। বিরোধীরা ইতিমধ্যেই মনোনয়ন জমা দিতে শুরু করেছেন। মঙ্গলবার বিধায়ক নিজে এলাকায় ঘুরে ঘুরে বিরোধী প্রার্থীদের গোলাপ ফুল দিলেন। এবং তাঁদের সঙ্গে কথা বলে জানতে চাইলেন কোনও সমস্যা হচ্ছে কি না?
আরও পড়ুন-বাজবলের টানেই টেস্টে ফিরেছি : মইন
পাশাপাশি তিনি নিজের ব্যক্তিগত মোবাইল নম্বরও তাঁদের দিয়ে বলেন কোনও সমস্যা হলে তাঁকে ফোন করতে। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সম্প্রতি উত্তর ২৪ পরগনায় নবজোয়ার কর্মসূচি করে যাওয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে গণতান্ত্রিক পরিকাঠামোতে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই যাতে মনোনয়ন জমা দিতে পারেন তার ব্যবস্থা করা। তাঁদের নির্দেশমতোই তিনি বিজেপি, কংগ্রেস সহ সব রাজনৈতিক দলের প্রার্থীদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের চায় সুষ্ঠু এবং স্বচ্ছ ভাবে পঞ্চায়েত নির্বাচন হোক। মানুষ যা রায় দেবে সেটাই প্রতিষ্ঠিত হবে।