বাজবলের টানেই টেস্টে ফিরেছি : মইন

টেস্ট নেতৃত্ব পাওয়ার পর স্টোকস বেশ কয়েকবার মইনকে অনুরোধ করেছিলেন অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করতে। কিন্তু বন্ধুর ডাকে তখন সাড়া দেননি মইন।

Must read

লন্ডন, ১৩ জুন : ২০২১ সালের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই লাল বলের ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। সীমিত ওভারের ফরম্যাটে নিজের কেরিয়ার আরও দীর্ঘায়িত করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন মইন আলি।
কিন্তু প্রায় দু’বছর পর ফের সিদ্ধান্ত বদলে টেস্টে ক্রিকেটে ফিরেছেন মইন। সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ সিরিজের প্রথম দু’টি টেস্ট। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস তাঁর ঘনিষ্ঠ বন্ধু। টেস্ট নেতৃত্ব পাওয়ার পর স্টোকস বেশ কয়েকবার মইনকে অনুরোধ করেছিলেন অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করতে। কিন্তু বন্ধুর ডাকে তখন সাড়া দেননি মইন।

আরও পড়ুন-শ্রেয়ঙ্কার দাপটে জয়ী ভারত ‘এ’

তাহলে হঠাৎ করে কেন ফের টেস্ট খেলার সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্নের জবাবে মইন জানাচ্ছেন, ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের ‘বাজবল’ ক্রিকেট দর্শনে আকৃষ্ট হয়েই তিনি ফের টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার মইন বলেন, ‘‘টেস্ট ক্রিকেটে ফেরার অন্যতম কারণ অ্যাসেজ। এটা খুব বড় সিরিজ। তাই অ্যাসেজের অংশ হতে পারা গৌরবের ব্যাপার। তবে আসল কারণ হল বাজবল ক্রিকেট। আমাদের দল এখন লাল বলের ফরম্যাটে দারুণ উত্তেজক ক্রিকেট খেলছে। আমিও কোচের এই ক্রিকেট দর্শনের অংশ হতে চেয়েছিলাম।’’

আরও পড়ুন-বেঙ্গালুরুতে মাকে খুন করল বাঙালি মেয়ে

মইন আরও বলেন, ‘‘আমি স্টোকসির (বেন স্টোকস) সঙ্গেও কথা বলেছিলাম। ওর কাছে জানতে চেয়েছিলাম, বাজবল ক্রিকেটে আমি মানিয়ে নিতে পারব কি না। ও তখন আমাকে বলে, আমরা এই মুহূর্তে যে ক্রিকেট খেলছি, তা তোমার জন্য পুরোপুরি যথাযথ। এই দলের অংশ হলে তোমার নিজেরও ভাল লাগবে। স্টোকসির সঙ্গে কথা বলার পর আর সিদ্ধান্ত নিতে দেরি করিনি। আসলে আমিও দ্রুত গতিতে রান তুলতে পছন্দ করি। সেটা লাল হোক বা সাদা বলের ফরম্যাট।’’

Latest article