শ্রেয়ঙ্কার দাপটে জয়ী ভারত ‘এ’

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যা বাঁ-হাতি স্পিনার মন্নত কাশ্যপ এবং লেগ স্পিনার পার্শবি চোপড়ার ঝুলিতে দু’টি করে উইকেট।

Must read

মং কক, ১৩ জুন : মেয়েদের এমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্বল হংকংকে ৯ উইকেটে হারাল ভারত ‘এ’ দল। অনভিজ্ঞ প্রতিপক্ষকে মাত্র ৩৪ রানে অলআউট করে দেয় ভারতীয় বোলাররা। মাত্র ১৪ ওভার স্থায়ী হয় হংকংয়ের ইনিংস। এর পিছনে সব থেকে বড় অবদান শ্রেয়ঙ্কা পাতিলের। হংকংয়ের ব্যাটিং লাইন আপে ধস নামান ২০ বছরের এই অলরাউন্ডার। ৩ ওভার বোলিং করে একটি মেডেন-সহ ২ রানের বিনিময়ে ৫ উইকেট নেন শ্রেয়ঙ্কা।

আরও পড়ুন-বেঙ্গালুরুতে মাকে খুন করল বাঙালি মেয়ে

বাংলার তিতাস সাধু ১টি উইকেট পান। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যা বাঁ-হাতি স্পিনার মন্নত কাশ্যপ এবং লেগ স্পিনার পার্শবি চোপড়ার ঝুলিতে দু’টি করে উইকেট। হংকয়ের হয়ে দুই অঙ্কের রান করেছেন শুধু ওপেনার মরিকো হিল। তিনি ১৪ রান করেন। জবাবে শুরুতেই অধিনায়ক শ্বেতা শেরাওয়াতের উইকেট হারালেও ৫.২ ওভারেই জয়ের রান তুলে দেয় ভারত ‘এ’। ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়ঙ্কা।

Latest article