মুম্বই: কে সব থেকে বড় ছক্কা হাঁকাতে পারে, তারই যেন প্রতিযোগিতা চলছে এবারের আইপিএলে (IPL)। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ১১৭ মিটারের বিশাল ছক্কা মেরে সবার আগে টার্গেট সেট করে দিয়েছেন ইংল্যান্ডের বিগ হিটার লিয়াম লিভিংস্টোন। তারই পিছনে ছুটতে চান দিল্লি ক্যাপিটালসের ক্যারিবিয়ান ব্যাটার রোভমান পাওয়েল (Rovman Powell)। এবারই তাঁর (Rovman Powell) প্রথম আইপিএল। আর অভিষেকেই নজর কাড়ছেন এই মাসল-ম্যান। জামাইকার এই ক্রিকেটার বৃহস্পতিবার রাতে ডেভিড ওয়ার্নারের পাশে খেলেও নিজের জাত চিনিয়েছেন। ৩৫ বলে অপরাজিত ৬৭ রান করার পথে উমরান মালিকের দ্রুততম ডেলিভারিতেও ১০২ মিটারের ছক্কা হাঁকিয়েছেন পাওয়েল। এর পরই নিজের লক্ষ্য জানিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান (Carribbean) এই দীর্ঘদেহী ব্যাটার। পাওয়েল আত্মবিশ্বাসী, তিনি লিয়ামের ১১৭ মিটারের ছক্কার রেকর্ড ভেঙে দিতে পারবেন। শুধু তাই নয়, ক্যারিবিয়ান বিগ হিটারের লক্ষ্য, আইপিএলে (IPL) ১৩০ মিটারের ছয় মারা। ভাল ব্যাটিং পিচে এই রেকর্ড করা অসম্ভব নয় বলে জানিয়েছেন পাওয়েল। তবে আইপিএলের ইতিহাসে ১২৫ মিটারের ছয় সর্বোচ্চ। ২০০৮ সালে প্রথম আইপিএলে দক্ষিণ আফ্রিকার (South Africa) অলরাউন্ডার অ্যালবি মর্কেল মেরেছিলেন এই দানবীয় ছক্কা। ক্যারিবিয়ান ব্যাটারের কথায়, ‘‘আমার মনে হয়, আমি সব থেকে বড় ছক্কার বিশ্বরেকর্ড করতে পারব। কয়েক দিন আগেই আমি মনদীপকে (সিং) বলেছি, ১৩০ মিটারের ছক্কা মারব এবার। দেখা যাক কত তাড়াতাড়ি সেটা হয়।’’
আরও পড়ুন: কোভিড সামলে ফিরে আসা খুব কঠিন ছিল, কোর্টে সবাইকেই হারানো যায়: সিন্ধু