স্মৃতি-রিচার দাপটে জয়ে ফিরল বেঙ্গালুরু

Must read

বেঙ্গালুরু: দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর ঘুরে দাঁড়াল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। অধিনায়ক, স্মৃতি মান্ধানা, এলিসা পেরির বিধ্বংসী ব্যাটিং এবং বাংলার রিচা ঘোষের দুরন্ত উইকেট কিপিংয়ের সৌজন্যে সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্সকে ২৩ রানে হারাল আরসিবি। বেঙ্গালুরু পর্বের শেষ ম্যাচে ডব্লুপিএলের পয়েন্ট টেবলে তিনে উঠে এলেন স্মৃতিরা।
প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) নির্ধারিত ২০ ওভার করে ৩ উইকেটে ১৯৮ রান। অধিনায়ক মান্ধানা ও অস্ট্রেলীয় অলরাউন্ডার পেরির ব্যাটে ভর করে বড় স্কোর করে আরসিবি। মান্ধানাকে আউট করেন দীপ্তি শর্মা। মান্ধানা মাত্র ৫০ বলে ৮০ রান করেন। তিনি ফেরার পর আরসিবি-কে দুশোর কাছে পৌঁছে দেয় এলিসা ও রিচার জুটি। এলিসা মাত্র ৩৭ বলে ৫৮ রান করে আউট হন সোফি এক্লেস্টোনের বলে। ১০ বলে ২১ রানের ক্যামিও খেলেন রিচা।
১৯৯ রান তাড়া করতে নেমে ঠিক পথেই এগোচ্ছিল ইউপি। কিন্তু পার্থক্য গড়ে দেয় রিচার দুর্ধর্ষ কিপিং। লেগ সাইডে অবিশ্বাস্য ক্যাচে ফেরান গ্রেস হ্যারিসকে। তেমনই এলিসাকে দুর্দান্তভাবে রান আউট করেন শিলিগুড়ির মেয়ে। এরপর দীপ্তি ও পুনম খেমনা ইউপিকে লড়াইয়ে রাখলেও শেষ ওভারে ২৯ রান ডিফেন্ড করতে হত আরসিবি-কে। সোফি মলিনিউ মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট নেন।

আরও পড়ুন- ঘুষের অভিযোগে আর রক্ষাকবচ নয় সাংসদ-বিধায়কদের : সুপ্রিম কোর্ট

Latest article