ভারতের বৃহত্তম করফাঁকির অভিযোগ শ্রী সিমেন্টের বিরুদ্ধে

Must read

প্রতিবেদন : রাজস্থানে (Rajasthan) শ্রী সিমেন্ট (Shree Cement) লিমিটেডের বিরুদ্ধে বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ২৩ হাজার কোটি টাকা। দেশের ইতিহাসে এটাই বৃহত্তম করফাঁকির ঘটনা। রাজস্থানের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকার কর ফাঁকির বিষয়টি ধরা পড়ছে। এই সিমেন্ট সংস্থার কলকাতার সংস্থার সদর দফতরেও তল্লাশি হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে কলকাতায় দ্বিতীয়বার তল্লাশি হল। আয়কর দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এই তল্লাশি অভিযানে প্রচুর জাল নথি উদ্ধার হয়েছে। উল্লেখ্য, দেশের প্রথম তিনটি সিমেন্ট উৎপাদন সংস্থার অন্যতম শ্রী সিমেন্ট। সংস্থার তরফে আয়কর সংক্রান্ত যে সমস্ত নথি দেওয়া হয়েছিল তার বেশিরভাগই ছিল ভুয়ো।
আয়কর দফতর সূত্রে খবর, সংস্থাটি প্রতি বছর কর ফাঁকি দিয়ে ১২০০-১৪০০ কোটি টাকা চুরি করেছে। সংস্থার বিভিন্ন ভুয়ো নথিপত্র এবং জাল চুক্তির কারণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে।

সংস্থার দফতরে তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই শ্রী সিমেন্টের (Shree Cement) শেয়ার দরের ২.৭ শতাংশ পতন হয়েছে। আয়কর আধিকারিকরা জানিয়েছেন, এই সংস্থা প্রতি বছর তাদের নিট প্রফিট ১৫ শতাংশ পর্যন্ত কম দেখিয়েছে। ২০২২ সালের মার্চ মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার লাভের পরিমাণ ছিল ৬৪৫ কোটি টাকা। কিন্তু চলতি বছরে ওই একই সময়ে সংস্থার লাভের পরিমাণ ৫৪৬ কোটি টাকা। যদিও এই একই সময়ে সংস্থার বিক্রি বেড়েছে ১৭ শতাংশ।

আরও পড়ুন-৬২ বছর পর দিল্লি ও মুম্বইয়ে একসঙ্গে প্রবেশ করল বর্ষা

Latest article