নয়াদিল্লি : চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে আগত আন্তর্জাতিক যাত্রীদের কোভিড-১৯ শনাক্তকরণের জন্য আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। শনিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি বলেছেন, এই দেশগুলি থেকে আসা যে কোনও যাত্রীর শরীরে করোনার লক্ষণ থাকলে বা পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেলে তাঁকে আলাদা করে রাখা হবে। এই দেশগুলি থেকে আগত যাত্রীদের সর্বশেষ শারীরিক অবস্থা ঘোষণা করার জন্য এয়ার সুবিধা ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হবে।
আরও পড়ুন-নন্দীগ্রামের ভেটুরিয়ায় আহত কর্মীদের দেখে কর্মসূচি ঘোষণা কুণাল ঘোষের
পাশাপাশি, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পর্যাপ্ত অক্সিজেনের জোগান নিশ্চিত করতে সব রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২১ সালের মাঝামাঝি ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ব্যাপক অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল। অক্সিজেনের অভাবেই তখন অসংখ্য মানুষের মৃত্যু হয়৷ শনিবার স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব মনোহর আঘানি রাজ্যগুলিকে লেখা এক চিঠিতে বলেছেন, দেশে এই মুহূর্তে কোভিড কেস পুরোপুরি নিয়ন্ত্রণে এবং এখনও পর্যন্ত সংক্রমণ বৃদ্ধির কোনও লক্ষণ নেই এটা ঠিক। তবে ভবিষ্যতে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য চিকিৎসা পরিকাঠামোগুলির উন্নতি এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যমন্ত্রক এক পরামর্শে জানিয়েছে, অক্সিজেন প্ল্যান্টগুলিকে সম্পূর্ণরূপে কার্যকরী রাখতে হবে। সেগুলি ঠিকমতো কার্যকর আছে কিনা তা জানার জন্য নিয়মিত মক ড্রিল করতে হবে। শনিবার থেকে প্রতিটি আন্তর্জাতিক উড়ানে ভারতে আসা যাত্রীদের ২ শতাংশের বিমানবন্দরেই কোভিড পরীক্ষা শুরু হয়েছে৷