‘কন্যাশ্রী’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর রুমানা সুলতানা?

Must read

করোনা অতিমারীর কারণে এবার বাতিল হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পদ্ধতি মেনে মূল্যায়ণে এবারের উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের মেয়ে রুমানা সুলতানা। ৫০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯। সূত্রের খবর, এবার তাঁকেই রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করা হতে পারে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর স্বপ্নের দুই প্রকল্পের ভূয়সী প্রশংসা, ‘দিদিকে বলো’-‘দুয়ারে সরকার’ নিয়ে রিপোর্ট অমর্ত্যর প্রতীচী ট্রাস্টের

শুক্রবার বহরমপুরের কালেক্টরি কনফারেন্স হলে রুমানাকে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানেই জেলাশাসক শরদকুমার দ্বিবেদী রুমানাকে কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর ঘোষণা করার কথা বলেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: সিপিএমের বিলম্বিত বোধোদয় !

রুমানা বলেন, তাঁর এই সাফল্যে জেলার অন্য ছাত্রীরাও উৎসাহ পাক, এটাই চান তিনি।

Latest article